ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গিলক্রিস্টকে ছুঁলেন সাঙ্গাকারা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
গিলক্রিস্টকে ছুঁলেন সাঙ্গাকারা

ঢাকা: সিকুগে প্রসন্নের বলে অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চকে স্ট্যাম্পিং করে শ্রীলঙ্কার উইকেটরক্ষক কুমারা সাঙ্গাকারা অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ডে ভাগ বসিয়েছেন।

বিশ্বকাপে উইকেটের পেছনে দাঁড়িয়ে সাঙ্গাকারার ডিসমিসাল ৫২টি।

উইকেটের পেছনে দাঁড়িয়ে ক্যাচ ধরে বা স্ট্যাম্পিং করে বিশ্বকাপে সর্বোচ্চ ডিসমিসালের একক মালিক ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট।

বিশ্বকাপে ডিসমিসালের সংখ্যায় গিলক্রিস্টকে আজকের ম্যাচে স্পর্শ করলেও, এর আগেই সাঙ্গাকারা একদিনের আন্তর্জাতিক ম্যাচে মোট ডিসমিসালের সংখ্যায় অস্ট্রেলিয়ান উইকেট রক্ষককে ছাড়িয়ে যান।

৪০২ ম্যাচে উইকেটের পেছনে দাঁড়িয়ে ৪৮০টি ডিসমিসাল করেছেন সাঙ্গাকারা, অন্যদিকে অবসর নেওয়া অস্ট্রেলিয়ান উইকেটরক্ষকের মোট ডিসমিসাল ২৮৭ ম্যাচে ৪৭২টি।

চলতি আসরেই পাকিস্তানি উইকেটরক্ষক সরফরাজ আহমেদ এক ম্যাচে সর্বোচ্চ ৬টি ডিসমিসাল করে গিলক্রিস্টকে ছুঁয়েছেন।

গত শনিবার (০৭ মার্চ) পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ছয়টি ডিসমিসাল করেন তিনি।

২০০৩ বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে বিশ্বকাপে ছয়টি ডিসমিসাল করার রেকর্ড গড়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট।

ওয়ানডে ইতিহাসে ছয়টির বেশি ডিসমিসাল গিলক্রিস্ট এবং সরফরাজ আহমেদ ছাড়া কোনো উইকেটরক্ষক করতে পারেননি।
 
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।