ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের রুখে দিতে চায় টাইগাররা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
ইংলিশদের রুখে দিতে চায় টাইগাররা

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ২৫ জানুয়ারি অস্ট্রেলিয়ায় পাড়ি জমায় বাংলাদেশ দল। চারটি অনুশীলন ম্যাচ খেলার পর ক্যানবেরা, ব্রিসবেন, মেলবোর্ন ও নেলসন ঘুরে বাংলাদেশ দল এখন অ্যাডিলেডে।

এখানেই পূরণ হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন।

অ্যাডিলেড ওভালে সোমবার (০৯ মার্চ) ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারলেই সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে মাশরাফি বিন মুর্তজার দল। সঙ্গে সঙ্গেই প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ার মঞ্চ প্রস্তুত হয়ে যাবে ইংলিশদের।

সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় অ্যাডিলেড ওভালে শুরু হবে উভয় দলেরই বাঁচা-মরার ম্যাচটি।

বাংলাদেশের জন্য এ ম্যাচের পরও সুযোগ হিসেবে থাকছে নিউজিল্যান্ড ম্যাচ। তবে ইয়ন মরগানের ইংল্যান্ড দলের এ ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। চার ম্যাচে বাংলাদেশের অর্জন পাঁচ পয়েন্ট আর ইংল্যান্ডের চার ম্যাচে এক জয়ে সংগ্রহ মাত্র দুই পয়েন্ট।

২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর সুখ স্মৃতি রয়েছে বাংলাদেশের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দল ইংল্যান্ডকে দুই উইকেটে হারিয়েছিল। দুই দলের মোট দেখা হয়েছে ১৫ বার, এর মধ্যে বাংলাদেশের জয় দুই ম্যাচে। বাকি সবগুলো ম্যাচে জয় পেয়েছে ইংলিশরা। বাংলাদেশের জন্য আশার কথা, শেষ তিন বারের দেখায় টাইগারদের জয় দু’টিতে।

বাংলাদেশের স্কোয়াডে থাকা আটজন ক্রিকেটারেরই নেই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার অভিজ্ঞতা। ইংল্যান্ডের বিপক্ষে করা একমাত্র সেঞ্চুরিটি তামিম ইকবালের। তাই এ ম্যাচেও তামিম ইকবালের ব্যাটের দিকেই তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।

স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ রানের ইনিংস দিয়ে ফর্মে ফিরেছেন তামিম। সেই সঙ্গে মাহমুদউল্লাহ, সাকিব, মুশফিকের ব্যাট হাসছে ধারাবাহিকভাবে। ৩১৯ রান টপকে স্কটল্যান্ড হারনোয় আত্মবিশ্বাস নিয়েই অ্যাডিলেডে ইংলিশ-বধের পরিকল্পনা সাজাচ্ছে মাশরাফি-সাকিবরা।
 
স্পিনে ইংল্যান্ডের দুর্বলতা থাকায় বাড়তি একজন স্পিনার খেলানো হতে পারে। সেক্ষেত্রে বাঁহাতি স্পিনার আরাফাত সানিকে বিবেচনায় রাখছে বাংলাদেশ দল। সানিকে একাদশে নেওয়া হলে সৌম্য সরকারকে থাকতে হতে পারে দলের বাইরে।
    
শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন ওপেনার এনামুল হক বিজয়। এনামুলের বিকল্প হিসেবে ইমরুল কায়েসকে উড়িয়ে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়াতে।

ইংল্যান্ডের বিপক্ষে সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচে নামানো হতে পারে বাঁহাতি এ ওপেনারকে। তামিম ইকবালের সঙ্গী হিসেবে ওপেনিংয়ে ইমরুলকে দেখা যেতে পারে কালকের ম্যাচেই। রোববার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

অন্যদিকে বাজে সময় কাটছে ইংলিশদের। শেষ ম্যাচে ৩০৯ রানের স্কোর দাঁড় করিয়েও লংকানদের কাছে হারতে হয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে। কোনো পরিকল্পনাই কাজে লাগাতে পারছে না ইংল্যান্ড দল। তাইতো কালকের ম্যাচে একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে তারা।

পেসার স্টিভেন ফিনের জায়গায় কাল ক্রিস জর্ডানের খেলার সম্ভাবনা রয়েছে। গ্যারি ব্যালান্সের জায়গায় দলে ঢুকতে পারেন রবি বোপারা। এছাড়া বাড়তি স্পিনার হিসেবে জেমস ট্রেডওয়েলকেও একাদশে দেখা যেতে পারে।

সম্ভাব্য একাদশ
বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস/সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহম‍ান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও আরাফাত সানি।

ইংল্যান্ড একাদশ: ইয়ান বেল, মঈন আলী, গ্যারি ব্যালান্স/রবি বোপারা, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জেমস টেইলর, জস বাটলার, ক্রিস উকস, স্টিভেন ফিন/ক্রিস জর্ডান, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।
 
বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।