ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রিয়াদের ১৩তম অর্ধশতক

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
রিয়াদের ১৩তম অর্ধশতক ছবি: সংগৃহীত

ঢাকা: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওডিআই) ১৩তম অর্ধশতক হাঁকালেন রিয়াদ। মাত্র ৮ রানে দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে অনেকটাই টেনে তুলেছেন সৌম্য-রিয়াদ ‍জুটি।

তবে ব্যক্তিগত ৪০ রানে সৌম্য সাজঘরে ফিরলেও ক্রিজে রয়েছেন রিয়াদ।

চার নম্বরে ব্যাট করতে নামা ডানহাতি বাংলাদেশি এ ব্যাটসম্যান ৬৯ বল খেলে ওডিআইয়ের ১৩তম এ অর্ধশতক পূর্ণ করেন। তার এ অর্ধশতকে রয়েছে ৩টি চার ও একটি ছক্কা।

অবশ্য আগের ম্যাচে ৫ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষেও অর্ধশতক (৬২ রান) হাঁকান তিনি।

এ ম্যাচ বাদে ১১৩টি ওডিআই খেলা রিয়াদের ক্যারিয়ারে কোনো শতক নেই, সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮২।

২০০৭ সালের ২৫ জুলাই কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআইয়ে অভিষেক হয় রিয়াদের।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।