ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন বাঁহাতি দুই রানে কট্!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
তিন বাঁহাতি দুই রানে কট্! তামিম, ইমরুল কায়েস ও সাকিব আল হাসান

ঢাকা: আবারো দায়িত্বহীনতার পরিচয় দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা। দলের প্রয়োজনের ব্যর্থ হলেন শীর্ষ তিন বাঁহাতি ব্যাটসম্যানই।



সোমবারের (০৯ মার্চ) ম্যাচ হারলেই তল্পিতল্প‍া গোছাতে হবে, এমন পরিসংখ্যান সামনে রেখে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক মরগান।

ব্যাটিং সহায়ক পিচ রিপোর্ট দেওয়া হলেও টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মরগান। এতে মনে মনে অনেকটাই খুশি হতে পারেন টাইগার অধিনায়ক মাশরাফি। তারওপর অ্যাডিলেডের ছোট বাউন্ডারি, একেবারে সোনায় সোহাগা।

তবে পিচ রিপোর্ট ভুল প্রমাণ করলেন টাইগার ওপেনাররা। ব্যাট করতে নেমে দলীয় মাত্র তিন রানের মাথায় স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অনেকদিন পর দলে ফেরা বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস।

২০১১ সালের বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আরেক বাঁহাতি ওপেনার তামিম ক্রিজে। এবার সামনে থেকে দলকে নেতৃত্ব দেবেন তামিম, এমনটাই আশা ছিল সবার।

তবে দলীয় মাত্র ৮ রানের মাথায় আবারো স্লিপে তালুবন্দি তামিম। ইমরুলের মতো তিনিও ব্যর্থ। ফিরলেন ২ রানে।

সবসময় দলের ‘কাণ্ডারি’ সাকিব ক্রিজে আস‍ায় অনেকটাই স্বস্তি পান টাইগার সর্মথকরা। দুই বাঁহাতি ওপেনার ফিরে গেলেও সবসময়ের মতো এবারও সাকিব দলের হাত ধরবেন এটাই স্বাভাবিক। তবে তিনিও ব্যর্থ। আর উল্লেখযোগ্য বিষয় এই, বাঁহাতি দুই ওপেনারের মতো তিনি দুই রানে সাজঘরে ফিরেছেন।

এতে টাইগারদের টপ অর্ডারের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের মধ্যে তিনজনই দুই রানে সাজঘরে ফিরেছেন।

এখন দেখার বিষয় টইগারদের দুই টেলএন্ডার আরাফাত সানি ও তাসকিন আহমেদ কী করেন।

** রিয়াদের ১৩তম অর্ধশতক

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।