ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রুবেলের জেলা বাগেরহাটে আনন্দের বন্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
রুবেলের জেলা বাগেরহাটে আনন্দের বন্যা

বাগেরহাট: বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অসাধারণ জয়ে আনন্দের জোয়ার বইছে জাতীয় দলের পেসার রুবেল হোসেনের জন্মস্থান বাগেরহাটে।

বাগেরহাটের ছেলে রুবেলের পেসেই ইংল্যান্ডের শেষ দুই উইকেট পড়ে কাঙ্ক্ষিত জয় পায় বাংলাদেশ।



খেলা শেষ হতেই আনন্দের শহরে পরিণত হয়  বাগেরহাট। পাড়ায় পাড়ায় বের হয় বিজয় মিছিল।

সন্ধ্যার পর থেকে শহরের বিভিন্ন স্থানে জাতীয় পতাকা নিয়ে নেচে গেয়ে আনন্দ মিছিল করেছে ক্রিকেটপ্রেমী বাগেরহাটবাসী। এ সময় তারা রুবেল-রুবেল, বাংলাদেশ-বাংলাদেশ স্লোগানে শহর মাতিয়ে তোলে।

এদিকে, জয়ের পর শহরের বাসাবাটি এলাকায় রুবেলের বাড়িতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা একে-অপরকে জড়িয়ে ধরে উল্লাস প্রকাশ করতে থাকে।

জয়ের পর রুবেলের ভাবী বাড়িতে আসা ভক্ত-সমর্থকদের মিষ্টিমুখ করান।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।