ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইরিশ শিবিরে ভারতের জোড়া আঘাত

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
আইরিশ শিবিরে ভারতের জোড়া আঘাত

ঢাকা: ভারতের বোলারদের বেশ ভালোভাবে সামলে নিয়ে খেলছিলেন আইরিশদের দুই ওপেনার। পল স্টার্লিংয়ের উইকেট তুলে নেওয়ার পর এবারে সুরেশ রায়না বোল্ড করে ফেরালেন তিন নম্বরে ব্যাটিংয়ে নামা এড জয়েসকে।

ফলে দুই উইকেটের পতন ঘটল আইরিশদের।

এর আগে অশ্বিনের করা ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে রাহানের হাতে ক্যাচ তুলে দেন পল স্টার্লিং। আউট হওয়ার আগে তিনি ৪১ বলে ৪টি চার আর ২টি ছয়ে করেন ৪১ রান।

আরেক আইরিশ ওপেনার পোর্টারফিল্ড ৪৩ রানে ব্যাট করছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আয়ারল্যান্ড ১৮ ওভার থেকে দুই উইকেট হারিয়ে তুলেছে ৯৩ রান।

চলতি বিশ্বকাপে পুল ‘বি’র ম্যাচে মাঠে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবং চমক জাগানো দল আয়ারল্যান্ড। ৩৪তম ম্যাচে টস জিতে আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

আইরিশদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন উইলিয়ামস পোর্টারফিল্ড এবং পল স্টার্লিং। আর টিম ইন্ডিয়ার হয়ে বল হাতে সূচনা করেন উমেশ যাদব।

পাওয়ার প্লে’র প্রথম ১০ ওভার থেকে দুই ওপেনার তুলে নেন ৬৪ রান।

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অনেকটা বলে-কয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারায় আয়ারল্যান্ড। ৪ ম্যাচ খেলে আইরিশদের জয় ৩টিতে। অন্যদিকে, বিশ্বকাপে অপরাজিত থাকা ভারত ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল  নিশ্চিত করেছে।

এর আগে ভারতের বিপক্ষে দুটি ম্যাচ খেলে আয়ারল্যান্ড। ২০০৭ সালে বেলফাস্টে ৯ উইকেটে ও ২০১১ বিশ্বকাপে ব্যাঙ্গালোরে ভারতের বিপক্ষে পাঁচ উইকেটে পরাজিত হয় তারা।

ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহিত শর্মা ও উমেশ যাদব।

আয়ারল্যান্ড দল: উইলিয়ামস পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, এড জয়েস, নেইল ও’ব্রায়েন, অ্যান্ডি বালবারনি, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), কেভিন ও’ব্রায়েন, জন মুনি, স্টুয়ার্ট থম্পসন, অ্যালেক্স কুসাক ও জর্জ ডকরেল।

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, ১০ মার্চ ২০১৫

** পাওয়ার প্লে’তে আইরিশদের ৬৪/০
** সাবলীল ব্যাটিংয়ে আইরিশরা
** ব্যাটিংয়ে নেমেছে আইরিশরা
** টস হেরে ফিল্ডিংয়ে বর্তমান চ্যাম্পিয়নরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।