ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতকে বেশি কষ্ট দেবেন না, আকুতি সৌরভের

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
ভারতকে বেশি কষ্ট দেবেন না, আকুতি সৌরভের

ঢাকা: ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছেন, বাংলাদেশ দল ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে তারা যে কোনোও কিছু ঘটাতে সক্ষম।

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে ভারত।

ওই ম্যাচ নিয়েও তিনি শঙ্কার কথা জানালেন। বললেন, “আমাদের আপনারা বেশি কষ্ট দেবেন না। ”

মঙ্গলবার নিউজিল্যান্ডের হ্যামিলটনে ভারত-আয়ারল্যান্ড ম্যাচ চলাকালে বাংলাদেশ বেতারের কমেন্ট্রি বক্সে হাজির হয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। সেখানেই তিনি কথা বলেন বেতারের ধারাভাষ্যকারদের সঙ্গে।

এসময় বাংলাদেশ দলের উচ্ছ্বসিত প্রশংসা করেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, বাংলাদেশ দলে মাহমুদুল্লাহ এক অসাধারণ খেলোয়াড়। তাকে এতদিন দলের শেষের দিকে খেলানো হয়েছে। কিন্তু এখন গোড়ার দিকে খেলছেন, এটি একটি ভালো সিদ্ধান্ত।

মাহমুদুল্লাহ রিয়াদকে সাকিব-তামিমের চেয়েও ভালো ব্যাটসম্যান বলে আখ্যা দেন ভারতীয় ক্রিকেটের এই সাবেক অধিনায়ক।

এছাড়াও মুশফিকের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, আমি বছরের পর পর ধরে দেখছি ছোটো-খাটো এই ছেলেটি ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে চলেছে। মুশফিক ও মাহমুদুল্লাহকে বাংলাদেশ দলের সেরা সম্পদ বলেও মত দেন তিনি।

আরও প্রশংসা করেন বোলিংয়ে রুবেল-তাসকিন ও মাশরাফির। সৌরভ গাঙ্গুলি বলেন এরা তিন জনই যে গতির বল ডেলিভারি দিচ্ছেন তা বিশ্বের নামকরা ফাস্ট বোলারদের সমান।

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ যদি ভারত হয়ে যায়, তাহলে বাংলাদেশ দল ওই ম্যাচে ভারতকে কষ্ট দেবে সে কথা স্বীকার করে নেন তিনি।

“বাংলাদেশ যাতে ভারতকে বেশি কষ্ট না দেয়, যেনো হারিয়ে না দেয় সেই অনুরোধ জানাচ্ছি,” হাসতে হাসতে বলেন সৌরভ গাঙ্গুলি।

বাংলাদেশের ক্রিকেট নিয়ে আরও কথা বলেন সৌরভ গাঙ্গুলি। তিনি বিশ্বকাপে বাংলাদেশ আরও ভালো করবে বলেই আশাবাদ ব্যক্ত করেন। আর বাংলাদেশ ক্রিকেটের সার্বিক উন্নতির জন্য ঘরোয়া ক্রিকেটকে আরও শক্তিশালী, সংগঠিত আর কার্যকর করে তোলার পরামর্শ দেন তিনি।

সৌরভ গাঙ্গুলি বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিকে আরও ভালো ভালো দলের বিরুদ্ধে বেশি বেশি খেলতে হবে। আর ঘরোয়া ক্রিকেটে ভালো মাঠে (ঘাসছাড়া খটখটে মাঠে নয়) খেলতে হবে।

বাংলাদেশ দলের বর্তমান কোচদেরও প্রশংসা করেন তিনি। সৌরভ বলেন, তাদের দক্ষতার প্রমাণ আমরা দেখছি। বোলিং কোচ হিথ স্ট্রিকের কথা উল্লেখ করে তিনি বলেন, তার হাতেই বাংলাদেশ একটি অ্যাটাকিং টিম হয়ে উঠেছে।

বাংলাদেশ সময় ১০১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।