ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জেল-জরিমানা হয়েছিল নাসির জামশেদের!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
জেল-জরিমানা হয়েছিল নাসির জামশেদের!

বাংলাদেশের ক্রিকেট এবং রুবেল হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তুলোধুনো করা হচ্ছে পাকিস্তানের ‘অনিয়মিত’ ওপেনার নাসির জামশেদকে।

কোটি বাংলাদেশি ভক্ত-অনুরাগীদের জন্য নতুন তথ্য হলো, ২০১০ সালে পাকিস্তানি এ ওপেনার পুলিশের হাতে আটক হয়েছিলেন।

পরে আদালতের মাধ্যমে জরিমানা ও মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন।

সেসময় লাহোরের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছিল, জামশেদ নবম শ্রেণীর ইংরেজি বিষয়ে স্কুল পরীক্ষায় অংশ নিতে গিয়ে নকল করার সময় হাতেনাতে ধরা পড়ে। পরে তাকে আদালত থেকে ২০ হাজার রুপি জরিমানা ও মুচলেকা দিয়ে জামিন নিয়ে বের হতে হয়েছিল।   

২৫ বছর বয়সী নাসির জামশেদ এ পর্যন্ত ৪৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন। সবশেষ ২০১৫ বিশ্বকাপে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে ৪ রান করেছিলেন।

এদিকে যে টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশ এবং রুবেল হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে ওই অ্যাকাউন্টটি তার নয় বলে মনে করছেন অনলাইন অ্যাক্টিভিস্টরা।

প্রাথমিকভাবে তার অ্যাকাউন্টের বিভিন্ন ম্যাসেজ পর্যালোচনা করে এমনটাই ধারণা পাওয়া যায়। কারণ দলে থাকা অবস্থায় অধিনায়ক মিসবাহসহ পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের নিয়েও ওই টুইটার অ্যাকাউন্টে আপত্তিকর মন্তব্য করা হয়েছে।

পাঠকদের সুবিধার জন্য অ্যাকাউন্টটির লিংক দেওয়া হল- https://twitter.com/NasirJamshed_

পাকিস্তান সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে ‘সাইবার-৭১’ তাদের ওয়ালে একটি ম্যাসেজ দিয়েছে। এতে জানানো হয়েছে, নাসির জামশেদের নামে যে  অ্যাকাউন্টটি রয়েছে তা সম্পূর্ণ ফেইক এবং এটা তার অফিশিয়াল অ্যাকাউন্ট না।

কিছু উগ্রপন্থি নাগরিকদের দ্বারা এটি পরিচালনা হচ্ছে বলেও সেনাবাহিনীর ওই কর্মকর্তা তাদের কাছে নিশ্চিত করেছেন। এ অ্যাকাউন্টটি থেকে এর আগেও বাংলাদেশ, ভারতসহ পাকিস্তানের ক্রিকেটারদের ও ব্যাঙ্গাত্মক টুইট দেওয়া হয়েছিলো।

পাকিস্তানি অধিনায়ক মিসবাহুল হককে নিয়ে সম্প্রতি করা আরেক টুইটে ব্যাঙ্গ করা হয় যার কোনো ভিত্তিই নেই। বিশেষ ভাবে তিনি জানায়, ভারতের কয়েকজন শিল্পীকে অবমাননা করার পরেই নাসির জামশেদ টিভি সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছিলো এটা তার একাউন্ট না।

আইসিসির নিয়মাসারে চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটার অন্য দলকে নিয়ে অবমাননা করার সুযোগ নেই।    
 
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

** টাইগারদের জয়ে ফুঁসছেন পাকিস্তানি জামসেদ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।