ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চান্দিমালের বিশ্বকাপ মিশন শেষ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
চান্দিমালের বিশ্বকাপ মিশন শেষ ছবি : সংগৃহীত

হামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন গেছে শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। তার স্থলাভিষিক্ত হিসেবে দলের সঙ্গে যোগ দিচ্ছেন কুশল পেরেরা।



শ্রীলঙ্কা দলের কোচ মারবার আতাপাত্তু মঙ্গলবার (১০ মার্চ) এ তথ্য জানিয়েছেন।

রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ৩৮ বলে ৫২ রান করার পর ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে হয়েছে চান্দিমালকে। ওই ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৬৪ রানে হেরেছে শ্রীলঙ্কা।

চান্দিমালের স্থলাভিষিক্ত পেরেরা এ পর্যন্ত ৪১টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়ে ৮৩৯ রান সংগ্রহ করেছে। বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার ঘোষিত ১৫ সদস্যের দলের মধ্যে ইনজুরির কারণে চতুর্থ খেলোয়াড় হিসেবে স্থলাভিষিক্ত হলো বামহাতি ব্যাটসম্যান পেরেরা।

গত সপ্তাহে দিমুত করুরারত্নে আঙ্গুলে আঘাত পাওয়ার কারণে লেগ স্পিনার প্রসন্নকে দলে নেওয়া হয়েছে। এছাড়া জীবন মেন্ডিস এবং পেসার দামিকা প্রসাদ ইনজুরি আক্রান্ত হয়ে দেশে ফেরত গেছেন।  

১৯৯৬ বিশ্বকাপ জয়ী দল এরই মধ্যে এ বিশ্বকাপে তাদের প্রথম পাঁচ খেলার মধ্যে তিন খেলায় জিতে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছ। বুধবার গ্রুপ ‘এ’ এর শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।