ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলংকা-স্কটল্যান্ড অসম লড়াই

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
শ্রীলংকা-স্কটল্যান্ড অসম লড়াই

ঢাকা: বিশ্বকাপের ৩৫তম ম্যাচে হোবার্টের বেলরিভ ওভালে বুধবার (১১ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শ্রীলংকার বিপক্ষে খেলতে নামছে স্কটল্যান্ড।

প্রথম রাউন্ডে এটি শ্রীলংকার ষষ্ঠ ও শেষ ম্যাচ।

শ্রীলংকার বিপক্ষে এর আগে একবার মুখোমুখি হয়েছে স্কটিশরা। ২০১১ সালের জুলাইতে এডিনবার্গের ওই সাক্ষাতে লংকানদের কাছে ১৮৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল তারা।
 
৫ ম্যাচে ৩ জয়ে শ্রীলংকার সংগ্রহ ছয় পয়েন্ট। অন্যদিকে ৪ ম্যাচে সবক’টিতেই হেরে পুল ‘এ’র পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানির দল স্কটল্যান্ড।
 
শক্তিশালী শ্রীলংকার তুলনায় অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ স্কটল্যান্ড। এ ম্যাচকে তাই অসম লড়াই বলা যেতেই পারে। তবে সব ম্যাচে হারলেও লড়াই করার শক্তি রয়েছে স্কটিশদের।

আফিগানিস্তানকে অল্পের জন্য হারাতে পারেনি স্কটিশরা। লো-স্কোরিং ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিং-শক্তির প্রমাণ দিয়েছেন স্কটিশ পেসাররা। শেষ ম্যাচে বাংলাদেশর বিপক্ষে দারুণ লড়াই জমিয়ে তুলেছিল আইসিসির সহযোগী দেশটি। এসব ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে লংকানদের বিপক্ষে জয়ের আশায় নামবে তার।
 
তবে বিশ্বকাপে লংকান টপঅর্ডার ব্যাটসম্যানদের যে পারফরম্যান্স ‍তাতে ম্যাচের আগে এমন ধারণা করার সুযোগ তেমন নেই। ক্যারিয়ারের সেরা ব্যাটিং ফর্মে রয়েছেন লংকান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। সেই সাথে থিরিমান্নে, ম্যাথুসরাও রান পাচ্ছেন নিয়মিত।
 
স্কটল্যান্ডের বিপক্ষে এ ম্যাচে বিশ্বরেকর্ড গড়ার সুযোগ থাকছে সাঙ্গাকারার সামনে। ইতিমধ্যেই এবারের বিশ্বকাপে টানা তিন সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন তিনি।

দুর্বল শক্তির স্কটিশদের বিপক্ষেও সেঞ্চুরিকে হাঁকিয়ে টানা চার শতকের রেকর্ডের  সুযোগ থাকছে এই বাঁহাতি ব্যাটিসম্যানের।
 
লংকানরা এ ম্যাচে নির্ভার হয়েই খেলবে। বাংলাদেশ দল ইংল্যান্ডকে হারানোয় পাঁচ ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে লংকানদের।
 
এ ম্যাচে শ্রীলংকান দলে আসছে অনেকগুলো পরিবর্তন। ইনজুরি আক্রান্ত দিনেশ চান্দিমালের জায়গায় দলে একাদশে থাকতে পারেন কুশাল পেরেরা। দলে ফিরতে পারেন সুরঙ্গা লাকমালও।

যদি চার পেসার নিয়ে খেলে তাহলে দুসমান্থা চামিরার খেলার সম্ভাবনাও থাকছে। তবে এ ম্যাচেও দলে থাকছেন না বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ।
 
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে খেলা স্কোয়াডই রাখার সম্ভাবনা রয়েছে স্কটল্যান্ড দলের। তবে ম্যাচের দিন সকালে পিচের অবস্থা পর্যবেক্ষণ করে একাদশে একটি-দুটি পরিবর্তন আনতেও পারে স্কটিশরা।
 
শ্রীলংকার সম্ভাব্য একাদশ: তিলেকারত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, উপল থারাঙ্গা/ দুসমান্থা চামিরা, সুরাঙ্গা লাকমাল, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), কুশাল পেরেরা, থিসারা পেরেরা, শিকুজি প্রসন্ন ও লাসিথ মালিঙ্গা।
 
স্কটল্যান্ডের সম্ভাব্য একাদশ: ক্যালাম ম্যাকলউড, কোয়েটজার, এইচজেডব্লিউ গার্ডিনার, ম্যাট মাচান, প্রেস্টন মমসেন (অধিনায়ক), রিচি বেরিংটন, ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), জশ ডেভি, মাজিদ হক, অ্যালসডায়ার ইভান্স ও ইয়ান ওয়ার্ডল।
 
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।