ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার টার্গেট নিউজিল্যান্ড

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
এবার টার্গেট নিউজিল্যান্ড ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপে যে স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়া পাড়ি জমিয়েছিল বাংলাদেশ দল তার শতভাগ পূরণ হয়েছে। কারণ বিশ্বকাপের আগে টাইগার অধিনায়ক মাশরাফি জানিয়েছিলেন, কোয়ার্টার ফাইনালে উঠতে পারাটাই দলের বড় লক্ষ্য।



আর এরই ধারাবাহিকতায় সোমবার অ্যাডিলেডে শক্তিধর ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় লাল-সবুজের বাংলাদেশ।

এদিকে ইংল্যান্ডের সাথে জয় উদযাপনের বাড়তি সময় নেই টাইগারদের হাতে! শুক্রবার প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে। তাইতো হোটেল ছাড়ার আগে অ্যাডিলেডের সুখস্মৃতি নিয়ে মঙ্গলবার নিউজিল্যান্ড যাত্রা করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

এমন সাফল্যের পরও বিশ্রাম নেই টাইগার ক্রিকেটারদের। বিশ্বকাপে আরো বড় কোনো চমক দেখাতে চান মাশরাফি-সাকিব-মুশফিক-রুবেলরা। এখন পর্যন্ত দু’দল একদিনের ম্যাচে ২৫ বার মুখোমুখি হয়েছে। এর ম্যধ্যে ১৬ বার জিতেছে কিউইরা। আর আটটি ম্যাচে টাইগারদের জয়। একটি ম্যাচ পরিত্যাক্ত।

তবে দু’দলের সর্বশেষ ১০ বারের দেখায় সাতটি ম্যাচেই জিতেছে বাংলাদেশ। কিন্তু মাশরাফিদের সামনে একটি বাধা সেটি হলো নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত কোন ম্যাচ জেতা হয়নি। তবে এসব পরিসংখ্যানকে পেছনে ফেলে দলটির এখন সবচেয়ে বড় টার্গেট গ্রুপ পর্বের শেষ ম্যাচে কিউইদের বিপক্ষে জয়।     

আগামি শুক্রবার (১৩ মার্চ) হ্যামিল্টনের স্যাডন পার্কে কিউই-বধের মিশন নিয়ে মাঠে নামবে মাশরাফিবাহিনী।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।