ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের দ্বিতীয় শতক পেলেন দিলশান

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
বিশ্বকাপের দ্বিতীয় শতক পেলেন দিলশান তিলেকারাত্নে দিলশান

ঢাকা: হোবার্টে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছেন শ্রীলঙ্কার ওপেনার তিলেকারাত্নে দিলশান। এ নিয়ে এবারের আসরে দ্বিতীয় শতক হাঁকালেন এই ডানহাতি ব্যাটসম্যান।



এর আগে বাংলাদেশের বিপক্ষে চলতি বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন দিলশান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ঐ ম্যাচে ১৬১ রানে অপরাজিত থেকে লঙ্কানদের ৯ উইকেটের জয় এনে দেন ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যান। অপরপ্রান্তে ১০৫ রানে অপরাজিত ছিলেন আরেক ব্যাটিং জিনিয়াস কুমার সাঙ্গাকারা।

স্কটিশদের বিপক্ষে সেঞ্চুরির মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২২টি ওয়ানডে শতক পূরণ করলেন দিলশান। আজকের ম্যাচে ৯৭ বলে ৯টি চার ও এক ছয়ের সাহায্যে শতক তুলে নেন এই ডানহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘন্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।