ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রেকর্ড গড়ে ম্যাচ সেরা সাঙ্গাকারা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
রেকর্ড গড়ে ম্যাচ সেরা সাঙ্গাকারা

ঢাকা: আজকের দিনটি কুমার সাঙ্গাকারার জীবনে অবিস্মরণীয় হয়ে থাকবে। হোবার্টে গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে গড়েছেন অনন্য এক কীর্তি।

বিশ্বমঞ্চে পেয়েছেন টানা চার ম্যাচে সেঞ্চুরি। সব মিলিয়ে পুরো অালোটাই নিজের করে নিয়েছেন ৩৭ বছর বয়সী সাঙ্গাকারা।

দলীয় ২১ রানে লাহিরু থিরিমান্নে আউট হওয়ার পর ক্রিজে আসেন সাঙ্গাকারা। ৩৭তম ওভারে জস ডেভির বলে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১২৪ রান। ৮৬ বল মোকাবেলায় ৯টি চার ও তিন ছক্কায় তুলে নেন ক্যারিয়ারের ২৫তম ওয়ানডে সেঞ্চুরি।

স্কটিশদের বিপক্ষে শতক হাঁকানোর মধ্য দিয়ে রেকর্ডের পাতায় জায়গা করে নিয়েছেন সাঙ্গাকারা। গড়েছেন বিরল কীর্তি। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এর আগে কোনো ব্যাটসম্যানই টানা চার ম্যাচে সেঞ্চুরি করে দেখাতে পারেনি। এছাড়াও এক বিশ্বকাপে কেউই এখন পর্যন্ত চারটি সেঞ্চুরি করতে পারেনি।

এতোসব কৃতিত্বের পর স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরস্কার উঠে সাঙ্গাকারার হাতে। কোয়ার্টার ফাইনালে এই বাঁহাতি ব্যাটিং জিনিয়াস নিজের রেকর্ড নিজেই ভাঙেন কিনা সেটিই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত ৪০৩ ম্যাচের ৩৭৯ ইনিংসে ব্যাট করে ৪১.৯৭ গড়ে ১৪,১৮৯  রান সংগ্রহ করেছেন সাঙ্গাকারা। ৯৩টি হাফ সেঞ্চুরির পাশাপাশি ২৫টি শতক হাঁকিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ২০০০ সালের জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক ঘটে সাঙ্গাকারার।

এর আগে ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক দিনের ক্রিকেটে ১৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন সাঙ্গাকারা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ১০৪ রানের ইনিংস খেলে এই কীর্তি গড়েন।

বাংলাদেশ সময়: ১৭২০ মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।