ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডেও আলোচনায় রুবেলের শেষ দুই ডেলিভারি | অঘোর মন্ডল, অ্যাডিলেড থেকে

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
নিউজিল্যান্ডেও আলোচনায় রুবেলের শেষ দুই ডেলিভারি | অঘোর মন্ডল, অ্যাডিলেড থেকে ছবি: সংগৃহীত

অকল্যান্ড থেকে: নামটা কি, তা মনে নেই। তবে মনে রয়েছে বাংলাদেশ দলের সেই বোলারকে, যিনি ইংল্যান্ডের ইনিংসের শেষ দু’টো উইকেট নিয়েছেন।

স্যার রিচার্ড হ্যাডলি মনে রেখেছেন টেলিভিশনের পর্দায় তার দু’টো ডেলিভারি দেখে। যে দু’টো ডেলিভারিকে শুধু হ্যাডলি কেন, মনে রাখছেন অনেকেই। সেই অনেকের তালিকায় আছে স্টিভ ওয়াহর মতো নামও।

জিওফ বয়কট যদি মুগ্ধ হয়ে থাকেন মাহমুদুল্লাহর ইনিংস দেখে, তাহলে হ্যাডলি, স্টিভ ওয়াহ মুগ্ধ বাংলাদেশ দলের তরুণ পেসার রুবেল হোসেনের বোলিংয়ে।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সাবেক অধিনায়ক দেশটির এক চ্যানেলকে বলছিলেন, ‘ইংল্যান্ড হারলে অজিরা এমনিতেই একটু বেশি খুশি হয়। কিন্তু এবার যেভাবে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলো তাতে অস্ট্রেলিয়ানরা রীতিমতো উচ্ছ্বসিত। তবে ইংল্যান্ডের এই অবস্থা তো শুধু বাংলাদেশের কাছে হারলো সে কারণে নয়। ওরাতো একমাত্র স্কটল্যান্ডের বিপক্ষে ছাড়া জিততেই পারলো না! সত্যি-ই বিস্মিত হতে হয়, ওরা এতো ওয়ানডে খেললো, কাউন্টিতে নিয়ম করে ওয়ানডে খেলতে হয়। তারপরও ইংলিশদের কেন এই অবস্থা সেটা ওদের খতিয়ে দেখা উচিত। তবে ইংল্যান্ডের এই চলে যাওয়ার মধ্যে আমি কিন্তু নতুন শক্তির উত্থানের একটা ইঙ্গিত দেখছি। বাংলাদেশ বেশ লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। কিন্তু তেমন কোনো দাগ কাটতে পারেনি তারা। কিন্তু এবার একটু ব্যতিক্রম মনে হচ্ছে। মাশরাফি বিন মর্তুজার এই দলটা যথেষ্ট ভালো ক্রিকেট খেললো। বিশ্বকাপের মতো বড় আসরে ইংল্যান্ডকে ছিটকে দিয়ে শেষ আটে জায়গা করে নিলো। ক্রিকেট বিশ্বের জন্য বোধহয় এটা ভালো খবর। ’

বাংলাদেশ দলের প্রশংসার পাশাপাশি স্টিভ একটু বেশি প্রশংসা করলেন পেসার রুবেল হোসেনের। ‘যে পরিস্থিতিতে ছেলেটা বল করতে এসেছিল তখন কিন্তু ম্যাচটা বের করে নিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল ইংল্যান্ড। ব্রডের ক্যাচ ফেলে ওকেই ইংল্যান্ডের ‘হিরো’ বানিয়ে দেয়ার মতো অবস্থা তৈরি করে ফেলেছিল ওরা। কিন্তু সেখানে এসেই পরপর দু’টো ভালো ডেলিভারিতে ব্রড আর অ্যান্ডারসনকে তুলে নিলো ছেলেটা। ওই সময় মাথা ঠিক রেখে বল করা খুব সহজ ছিল না। ভালো লাগলো, নার্ভ ঠিক রেখে কঠিন সময়ে দু’টো উইকেট তুলে নিলো ছেলেটা। ওর ওই দু’টো ডেলিভারিতেই এবারের বিশ্বকাপকে স্মরণীয় করে ফেললো বাংলাদেশ’ -বলছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ।

শুধু স্টিভ ওয়াহ নন, রুবেলের শেষ দু‘টো ডেলিভারি দেখে যথেষ্ট মুগ্ধ স্যার রিচার্ড হ্যাডলিও।   ‘ওর ওই দু’টো বলই ম্যাচের ভাগ্যটা গড়ে দিলো। বাংলাদেশের ওই তরুণ পেসারকে আমার কিন্তু খারাপ লাগেনি। ’ এবারের বিশ্বকাপকে সবাই বলছেন ব্যাটসম্যানদের বিশ্বকাপ। কিন্তু সেই বিশ্বকাপেও দু’একজন বোলার মাঝেমধ্যে ঝলসে উঠছেন। ম্যাচের ভাগ্য গড়ে দিচ্ছেন। সেটা দেখতে অবশ্য খারাপ লাগছে না হ্যাডলিদের। তবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের ভালো লাগার একটা কারণ হতে পারে, রুবেল হোসেন ম্যাচ ঘোরানো সেই দু’একজন বোলারের তালিকায় চলে এলেন। অন্তত ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে তিনি বল করেছেন সেটা মনে রাখতে হচ্ছে অনেককে।

নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনের সেডন পার্কে নিজেদের গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। দুর্দান্ত ফর্মে কিইউরা। টানা পাঁচ ম্যাচ জিতে গ্রুপের শীর্ষস্থান মোটামুটি নিশ্চিত করে ফেলেছে। তবে পাঁচ নয়, টানা ছয়টা ম্যাচ জিতেই ওয়েলিংটনে যেতে চায় নিউজিল্যান্ড। সেখানেই কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে তারা। তবে সেই ছয় ম্যাচ জেতার পথে এখন বাংলাদেশকে একটু সমীহ করছে কিউইরা। নিউজিল্যান্ড কোচ অবশ্য স্বীকার করলেন, বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তার ভাষায়, ‘প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ যথেষ্ট ভালো। ওরা ভালো ক্রিকেট খেলছে। তবে নিজেদের মাঠে খেলবো আমরা। সেটা আমাদের জন্য একটা বাড়তি সুবিধা। তাকে কাজে লাগাতে চাই আমরা। ’

নিজেদের মাঠ। নিজেদের দর্শক। তাছাড়া সেডন পার্কের উইকেট। যেটা ঠিক ড্রপ ইন পিচ নয়। যেখানে টিম সাউদি- ট্রেন্ট বোল্ট-ড্যানিয়েল ভেট্টরিরা ভালো বল করবেন এটা মোটামুটি বলা যায়। কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে হ্যাডলি-ক্রোদের দেশে কিন্তু দারুণ উজ্জীবিত এক বাংলাদেশ। ব্র্যান্ডন ম্যাককালামের নেতৃত্বে নিউজিল্যান্ড যদি এই মুহূর্তে দুর্ধর্ষ ক্রিকেট খেলা দল হয়, তাহলে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে তারুণ্যনির্ভর এই দলটাকে একেবারে সাদামাটা ভেবে উড়িয়ে দেয়া যাবে, তেমনটি ভাবলে বোকামি হবে, সর্তকতাবার্তা অনেক সাবেক ক্রিকেটারের।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

** অ্যাডিলেডে শরতের রংও যেন লাল-সবুজ | অঘোর মন্ডল, অ্যাডিলেড থেকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।