ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বড় জয়ে শিরোপা প্রায় নিশ্চিত খুলনার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
বড় জয়ে শিরোপা প্রায় নিশ্চিত খুলনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ম্যাচের দ্বিতীয় দিনেই জয়ের মঞ্চ সাজিয়ে ফেলেছিল খুলনা বিভাগ। বুধবার তৃতীয় দিনে কাঙ্খিত জয়ই এল পয়েন্ট টেবিলের শীর্ষ দল খুলনার ঘরে।

জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচে চট্টগ্রাম বিভাগকে তারা হারিয়েছে ইনিংস ও ২৪ রানের ব্যবধানে।

এবারের লিগে আব্দুর রাজ্জাকের দল খুলনা বিভাগের শিরোপা প্রায় নিশ্চিত। এখন তাদের তাকিয়ে থাকতে হবে ঢাকা-রাজশাহী ও রংপুর-ঢাকা মেট্রোর মধ্যকার ম্যাচের দিকে। আলাদা ম্যাচ দুটিতে যদি ঢাকা ও রংপুর বিভাগ জয় না পায় তাহলে নিশ্চিত হবে খুলনার শিরোপা। এ জন্যে এই দুটি ম্যাচের শেষ দিন আগামিকাল বৃহস্পতিবার অবধি অপেক্ষা করতে হচ্ছে খুলনাকে।

জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ড শেষে খুলনা, রংপুর ও ঢাকা সমান ৯৬ পয়েন্ট নিয়ে সপ্তম ও শেষ রাউন্ড শুরু করে। রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষ দল হয়েই ‍মাঠে নামে খুলনা বিভাগ।

বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে দ্বিতীয় ইনিংসে আগের দিনের তিন উইকেটে ৪৫ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করে চট্টগ্রাম। মোস্তাফিজুর রহমান ও আব্দুর রাজ্জাকের বোলিং তোপে ১৫৫ রানে শেষ চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস। চট্টগ্রামের ১১ নম্বর ব্যাটসম্যান ইয়াসিন আরাফাত এ দিন ব্যাটিংয়ে না নামলে ৯ উইকেট হারানোর পরই ইনিংস শেষ হয়ে যায় নাফিস ইকবালের দলের।   

মোস্তাফিজুর রহমান পাঁচটি ও আব্দুর রাজ্জাক নিয়েছেন তিনটি উইকেট।

প্রথম ইনিংসে চট্টগ্রাম ১৯০ রানে অলআউট হয়েছিল। জবাবে জিয়াউর রহমানের সেঞ্চুরিতে (১২২) ৩৬৯ রান করে খুলনা বিভাগ।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।