ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্রুত রান তোলার চেষ্টায় রংপুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
দ্রুত রান তোলার চেষ্টায় রংপুর

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলছে রংপুর বিভাগ। বুধবার ম্যাচের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সাত উইকেটে ২৪৮ রান করেছে তারা।

ফলে দ্বিতীয় ইনিংসে ৩০২ রানের লিড রংপুরের।

এদিন মাত্র ৫৮ ওভার ব্যাট করে ওভারপ্রতি ৪.২৮ গড়ে রান তোলে রংপুর ব্যাটসম্যানরা।

ঢাকা মেট্রোর পক্ষে ইলিয়াস ‍সানি, শামসুর রহমান ও মার্শাল আইয়ুব দুটি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে রংপুরের করা ৪৯১ রানের জবাবে ৪৩৭ রানে শেষ হয় ঢাকা মেট্রোর প্রথম ইনিংস।

বিকেএসপির দুই নম্বর গ্রাউন্ডে আগের দিনের করা চার উইকেটে ২৯২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে মেট্রো। এ দিন মেহরাব হোসেনের (জুনি:) সেঞ্চুরি (১০৩) ও আসিফ হাসানের অর্ধশতকে (৬১) প্রথম ইনিংসে ৪৩৭ রান করে মার্শাল আইয়ুবের দল।

সোহরাওয়ার্দী শুভ নেন পাঁচ উইকেট। এছাড়া তিনটি উইকেট দখল করেন তানভির হায়দার।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।