ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ রাউন্ডে রাজিনের ডাবল সেঞ্চুরি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
শেষ রাউন্ডে রাজিনের ডাবল সেঞ্চুরি ফাইল ফটো

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে এসে অসাধারণ এক ডাবল সেঞ্চুরি হাঁকালেন সিলেটের ক্রিকেটার রাজিন সালেহ। প্রথম শ্রেনীর ক্রিকেটে রাজিনের এটি প্রথম ডাবল সেঞ্চুরি।

৩৩১ বলে ২০টি চার ও তিনটি ছক্কায় ২০১ রান করে অপরাজিত থাকেন তিনি।

এর আগে চলতি লিগেই রাজশাহীর বিপক্ষে সর্বোচ্চ ১৮১ রানের ইনিংস খেলেছিলেন এই ডান-হাতি ব্যাটসম্যান।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনে রাজিন সালেহর ডাবল সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪৮৬ রান করার পর প্রথম ইনিংস ঘোষণা করে সিলেট বিভাগ।

নাসুম আহমেদ চারটি, কামরুল ইসলাম ও সোহাগ গাজী দুটি করে উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শাহরিয়ার নাফিস (৭১) ও শাহিন হোসেনের (৫৫) অর্ধশতকে দিন শেষ দুই উইকেটে ১৬৬ রান তুলেছে বরিশাল বিভাগ।

রাহাতুল ফেরদৌস ও অলক কাপালি একটি করে উইকেট নিয়েছেন।

প্রথম ইনিংসে মাত্র ১৬৭ রানে অলআউট হয়েছিল বরিশাল বিভাগ। ফলে সিলেটের চেয়ে এখনো ১৫৩ রানে পিছিয়ে বরিশাল বিভাগ।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।