ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টসে হেরে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
টসে হেরে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা ছবি: সংগৃহীত

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৭টায় বিশ্বকাপের ৩৬তম ম্যাচে ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে মাঠে নামছে দু’দল।



প্রোটিয়ারা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় মাঠে নামছে। আর নিজেদের পঞ্চম খেলায় মাঠে নামছে আমিরাত।

এর আগে এবি ডি ভিলিয়ার্স বাহিনী নিজেদের প্রথম পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে আর হেরেছে দুটি ম্যাচে। তবে নিজেদের প্রথম চারটি ম্যাচেই হেরে পুল‘বি’ থেকে পয়েন্ট টেবিলের শেষে আছে আমিরাত।

দক্ষিণ আফ্রিকার দল: হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিলে রুশো, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ডেভিড মিলার,  জেপি ডুমিনি, ফারহান বেহেদ্রিন, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল ও ইমরান তাহির।
 
আরব আমিরাতের একাদশ: আমজাদ আলি, আন্দ্রি বেরেঙ্গার,  খুররম খান, স্বপ্নিল পাতিল (উইকেটরক্ষক), শায়মান আনোয়ার, সাকলাইন হায়দার, ফাহাদ আলহাশমি,  আমজাদ জাভেদ, মোহাম্মদ নাভিদ, মোহাম্মদ তৌকির (অধিনায়ক) ও কামরান শাহজাদ।
 
বাংলাদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।