ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কী করতে হবে এখন তা বুঝি: মুশফিক

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
কী করতে হবে এখন তা বুঝি: মুশফিক

ঢাকা: গত ৯ মার্চ ইংলিশদের ১৫ রানে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোয়াটার ফাইনালে জায়গা করে নেয় টাইগাররা। আর এর মধ্য দিয়ে বিশ্বকাপের এবারের আসর থেকে বিদায় নিতে হয় ইংলিশদের।



ম্যাচ জয়ে টাইগার উইকেটরক্ষক মুশফিকের ৮৯ রানের অনবদ্য ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিজেকে এখন পরিণত ক্রিকেটার উল্লেখ করে টাইগার এ মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, কী করতে হবে এখন আমি তা বুঝি।

আর মুশফিকের ৮৯ রানের ওই ইনিংস ‘পরিণত’ ক্রিকেটারের ইঙ্গিতও বহন করে।

এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে মুশফিক বলেন, আমি মনে করি, এখন আমি অনেক পরিণত। মিডল অর্ডার হিসেবে আমাকে কী করতে হবে ‍এখন আমি তা বুঝি।

ইংলিশদের বিপক্ষে ওই ম্যাচে ব্যক্তিগত স্কোর তিন অঙ্কের ঘরে পৌঁছানোর আশা ছিল উল্লেখ করে মুশফিক বলেন, হতাশ হইনি, তবে কিছুটা দুঃখ পেয়েছি। সবকিছুর পর জয়টাই ছিল গুরুত্বপূর্ণ।

২৬ বছর বয়সী বাংলাদেশি এ ক্রিকেটার ইতোমধ্যে ১৪৪টি ওডিআই ও ৪৩টি টেস্ট ম্যাচ খেলেছেন।

বিশ্বকাপের এবারের আসরে এখন পর্যন্ত ১১৯.৬২ স্ট্রাইক রেটে সর্বোচ্চ দশজনের তালিকায় রয়েছেন মুশফিক।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।