ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশি পেসারদের মোকাবিলা চ্যালেঞ্জিং হবে: ম্যাককালাম

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
বাংলাদেশি পেসারদের মোকাবিলা চ্যালেঞ্জিং হবে: ম্যাককালাম

ঢাকা: হ্যামিলটনে বাংলাদেশি পেসারদের মোকাবিলা করা ব্যাটসম্যানদের জন্য সত্যিকারের চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন কিউই অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম।

তিনি বলেছেন, কয়েক বছর আগের চেয়ে বর্তমানে বাংলাদেশ দলের দ্রুতগতির বোলাররা অনেক বিধ্বংসী।

আগামী দিনটি অত্যন্ত ভয়ঙ্কর।

বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিক উন্নতির প্রশংসা করে ম্যাককালাম বলেন, অল্প সময়ে তারা অনেক উন্নতি করেছে।

এ সময় বাংলাদেশের বিপক্ষে গত বছরের অক্টোবরে সর্বশেষ ওডিআই টুর্নামেন্ট হারার কথাও উল্লেখ করেন কিউই অধিনায়ক।

তবে নিজের দলের প্রশংসা করে ম্যাককালাম বলেন, আমরা ইতোমধ্যে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছি। দলীয় স্কোরবোর্ডও তাই বলে। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগ‍ুলোতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।

শুক্রবার (১৩ মার্চ) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টাইগারদের মুখোমুখি হবে কিউইরা। বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হবে।

গত ৯ মার্চ অ্যাডিলেডে ইংলিশদের ৪৮.৩ বলে ২৬০ রানে অলআউট করে ১৫ রানে জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচে ইংলিশদের আট উইকেটই তুলে নেন টাইগার পেসাররা। বাকি দু’টি রানআউট।

এ পারফরম্যান্স বিবেচনায়ই বাংলাদেশকে সমীহ করছেন ম্যাককালাম।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।