ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যেকোনো দলকে হারাতে পারে টাইগাররা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
যেকোনো দলকে হারাতে পারে টাইগাররা

ঢাকা: বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংয়ে জানিয়েছেন, তার শিষ্যরা বড় দলকে আর ভয় করে না। যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে টাইগাররা, এমনটি বিশ্বাস করেন হাথুরুসিং।



পুল ‘এ’তে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেরতে না পারলেও গ্রুপের অন্য ফেভারিট শ্রীলঙ্কা আর ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে খেলেছে টাইগাররা। আর লঙ্কানদের বিপক্ষে ম্যাচে হেরে গেলেও হাথুরুসিংয়ের শিষ্যরা অনেকটা বলে-কয়ে হারিয়েছে ইংলিশদের।

ইংল্যান্ডের বিপক্ষে ১৫ রানের জয়টি বড় ব্যবধানের জয় না হলেও হাথুরুসিং মনে করেন, এ জয়ে তার ছাত্ররা বেশ আত্মবিশ্বাস নিয়ে কোয়ার্টার ফাইনালে অন্য বড় দলের বিপক্ষে মাঠে লড়াই করবে। লংকান এ কোচ বলেন, কোয়ার্টার ফাইনালের আগে আমরা ভীত নই। আমাদের দর্শনে পরিবর্তন এসেছে। যে কোনো বড় দলকে আমরা হারানোর ক্ষমতা রাখি।

তিনি আরও যোগ করেন, ভয়কে আমরা অতিক্রম করেছি। আর ব্যর্থতার ভয় আমরা করি না। একবার সে ভয় দলের মধ্যে ঢুকে গেলে সেটি অতিক্রম করতে সময় লাগবে। আমাদের সে সমস্যা নেই। নিজেদের সেরাটাই আমাদের ভয় তাড়িয়ে দিয়েছে।

হাথুরুসিং নিউজিল্যান্ড ম্যাচের আগে আরও জানান, আমি আমার ছাত্রদের বারবার বলেছি, নিজেদের সেরাটা ঢেলে দেওয়ার চেষ্টা করো। বিশ্বাস করুন, শুধু ইংল্যান্ডের ম্যাচের আগেই নয়, স্কটল্যান্ড যখন আমাদের বিপক্ষে ৩০০ রানের বেশি করে ফেললো, আমরা এতটুকুও ভয় পাইনি। জানতাম আমার ছেলেরা ম্যাচ বের করে আনবে।

উল্লেখ্য, শুক্রবার (১৩ মার্চ) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শিরোপার আরেক দাবীদার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ১২ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।