ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলির ‍প্রশংসায় হোয়াটমোর

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
কোহলির ‍প্রশংসায় হোয়াটমোর বিরাট কোহলি

ঢাকা: ভারতের সহ-অধিনায়ক বিরাট কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন জিম্বাবুয়ের কোচ ডেভ হোয়াটমোর। সেইসঙ্গে এই আসরে ভারতীয় বোলাদেরও পক্ষেও প্রশংসা ঝরেছে হোয়াটমোরের কণ্ঠে।



২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্বল্প সময়ের জন্য ভারতের কোচের দায়িত্বে ছিলেন হোয়াটমোর। বিরাট কোহলির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

এক সাক্ষাৎকারে হোয়াটমোর বলেন, ‘অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে তরুণ অধিনায়ক হিসেবে কোহলি খুবই আত্মবিশ্বাসী ছিল। আত্মবিশ্বাসই তার মূল প্রেরণা ছিল। তখন থেকে আজ অবধি সে ধারাবাহিকভাবে উন্নতি করে যাচ্ছে। স্বল্প সময়ের জন্য কোহলিদের কোচের দায়িত্বে থাকলেও সময়টা বেশ উপভোগ করেছিলাম। ’

শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বজকাপয়ী কোচ ছিলেন হোয়াটমোর। এছাড়াও বাংলাদেশের কোচের দায়িত্বেও ছিলেন এই অস্ট্রেলিয়ান। তিনি জানান, এই বিশ্বকাপে ভারতের বোলিং অ্যাটাক দুর্বল হিসেবে বিবেচিত হলেও ভারতীয় বোলাররা প্রত্যাশার চেয়েও অনেক ভালো করছে।

উল্লেখ্য, গ্রুপ পর্বে টানা পাঁচ ম্যাচ জয়ের পর আগামীকাল জিম্বাবুয়ের মুখোমুখি হবে ধোনি-কোহলিরা। অকল্যান্ডে বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘন্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।