ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শঙ্কামুক্ত ম্যাথিউস

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
শঙ্কামুক্ত ম্যাথিউস অ্যাঞ্জেলো ম্যাথিউস

ঢাকা: হোবার্টে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সময় পায়ের গোড়ালির ইনজুরিতে ভোগেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। পরে আর ফিল্ডিংয়েই নামা হয়নি।

তখন ম্যাথিউসের কোয়ার্টার ফাইনালে খেলা নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হলেও এখন তিনি পুরোপুরি শঙ্কামুক্ত।

স্কটিশদের বিপক্ষে ২১ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন ম্যাথিউস। ইনজুরির কারণে ফিল্ডিংয়ে না নামলেও জয় পেতে লঙ্কানদের বেগ পেতে হয়নি। স্কটিশদের ২১৫ রানে গুটিয়ে দিয়ে ১৪৮ রানের বিশাল জয় পায় গত আসরের রানারআপরা।

লঙ্কান দলের মুখপাত্র এক সাক্ষাৎকারে বলেন, ‘ম্যাথিউস কোয়ার্টার ফাইনালে খেলবে। এ ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। তার ইনজুরি অতটা গুরুতর নয়। যার কারণে স্ক্যান করারও প্রয়োজন হয়নি। তবে, তাকে বিশ্রামে রাখা হয়েছে। ’

হাতের আঙ্গুলের ইনজুরি কাটিয়ে কোয়ার্টর ফাইনালে দলে ফিরতে পারেন রঙ্গনা হেরাথ। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি এই বাঁহাতি স্পিনার।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘন্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।