ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রেকর্ড গড়ে টপ স্কোরার লিটন কুমার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
রেকর্ড গড়ে টপ স্কোরার লিটন কুমার লিটন কুমার দাশ

ঢাকা: ১৬তম জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে ধারাবাহিক রান করার অনন্য নজির গড়েছেন রংপুর বিভাগের ক্রিকেটার লিটন কুমার দাশ। সাত ম্যাচ খেলে ১৩ ইনিংসে ব্যাট করে পাঁচ সেঞ্চুরিতে করেছেন একহাজার চব্বিশ রান।



৮৫.৩৩ গড়ে ৮২.৭৮ স্ট্রাইক রেটে এই রান করেন লিটন। মিনহাজুল আবেদিন ‍নান্নুর পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে জাতীয় লিগে ১০০০ রানের মাইলফলক পূর্ন করেন লিটন কুমার।

এবারের জাতীয় লিগে নিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৫০ রানের ইনিংস খেলে শুরু। মাঝে আরো তিন ম্যাচে সেঞ্চুরি হাকান লিটন কুমার। শেষ ম্যাচে অলিখিত ফাইনালে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাকান এই ডানহাতি ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসেও খেলেন ৭৭ রানের দারুণ এক ইনিংস। শিরোপা জয়ে রংপুরের হয়ে অনবদ্য ভূমিকা রাখেন ২০ বছর বয়সী তরুণ এই ক্রিকেটার।

লিগের শুরুতে টপ স্কোরারের দৌড়ে অনেকটা এগিয়ে ছিলেন ঢাকা বিভাগের দুই ওপেনার রনি তালুকদার ও আব্দুল মজিদ। তবে শেষের কয়েকটি রাউন্ডে ব্যাটে রান খরা দেখা দিলে টপ স্কোরার হওয়ার রেস থেকে ছিটকে পড়েন এরা দুই জন।  

টপ স্কোরার হতে না পারলেও দ্বিতীয় অবস্থানে আছেন আব্দুল মজিদ। তবে লিটনের সাথে মজিদের রানের ব্যবধান ২৩১। ছয় ম্যাচ খেলে ১১ ইনিংসে  ৭৯৩ রান করেছেন আব্দুল মজিদ। আব্দুল মজিদের চেয়ে এক ইনিংস কম খেলে(১০ ইনিংস)খুলনার ক্রিকেটার তুষার ইমরান করেছেন ৭৮২ রান।

৭৭৭ রান করে চতুর্থ স্থানে রয়েছেন রনি তালুকদার। দুই ডাবল সেঞ্চুরি, তিন সেঞ্চুরি ও একটি অর্ধশতকে এই রান করেন রনি। পাঁচ ম্যাচ খেলে ১০ ইনিংসে ব্যাট করে ৭৪৮ রান করে রান সংগ্রহে পঞ্চম স্থানে আছেন সিলেট অধিনায়ক অলক কাপালি।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ১৩ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।