ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিং বিপাকে জিম্বাবুয়ে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
ব্যাটিং বিপাকে জিম্বাবুয়ে

ঢাকা: মোহিত শর্মার প্রথম শিকারে পরিণত হলেন সোলোমন মায়ার (৯)। এর আগে উমেশ যাদব ও মোহাম্মদ শামির জোড়া আঘাতে সাজঘরে ফিরেন হ্যামিল্টন মাসাকাদজা (২) ও চামু চিবাবা (৭)।



এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ৩৩ রান। ব্রেন্ডন টেইলর ১২ ও সিন উইলিয়ামস ০ রানে ক্রিজে রয়েছেন।

গ্রুপ পর্বে উভয় দলের এ শেষ লড়াই নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হয় বাংলাদেশ সময় শনিবার (১৪ মার্চ) সকাল ৭টায়। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ভারতের হয়ে প্রথম বল ছোঁড়েন মোহাম্মদ সামি। আর জিম্বাবুয়ের হয়ে ইনিংস গোড়াপত্তন করেন মাসাকাদজা-চিবাবা।

এ ম্যাচ জিতলে টানা ছয় ম্যাচ অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করবে টিম ইন্ডিয়া। আর আইসিসির সহযোগী সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এক ম্যাচে জয় পাওয়া জিম্বাবুয়ে শেষ ম্যাচে ভালো খেলে সান্ত্বনা নিয়ে দেশে ফিরতে চাইবে।

পুল ‘এ’ থেকে ‍দুরন্তভাবে টুর্নামেন্টে লড়ছে ভারত, আর শক্তিশালী দলগুলোর পাশাপাশি আয়ারল্যান্ডের মতো সহযোগী দলের কাছেও হেরে ফিরতি ফ্লাইট ধরার অপেক্ষায় জিম্বাবুইয়ানরা।

গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ছয় ম্যাচে আট পয়েন্ট পাওয়ায় এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির অপরাজিত দল। অন্যদিকে, পাঁচ ম্যাচ খেললেও সহযোগী সদস্য আরব আমিরাত ছাড়া সবার কাছেই হেরে পয়েন্ট তালিকার তলানিতে থেকে বিদায় নিচ্ছে ব্রেন্ডন টেলরের দল।

এ ম্যাচেও খেলছেন না জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক এলটন চিগুম্বুরার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন চিগুম্বুরা। চিগুম্বুরার পরিবর্তে এ ম্যাচেও দলের নেতৃত্ব দিচ্ছেন ব্রেন্ডন টেলর। এছাড়া, অপরিবর্তিত রয়েছে বাকি খেলোয়াড় তালিকা।

অবশ্য, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচেও একাদশে পরিবর্তন আনেনি টিম ইন্ডিয়া। উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নেমেছে তারা।

ভারত-জিম্বাবুয়ে ওয়ানডেতে এর আগে ৫৬ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৪৪ ম্যাচে জিতেছে ভারত। আর ১০ জয় রয়েছে জিম্বাবুয়ের। বাকি দু’টি ম্যাচ টাই হয়েছে।

নিউজিল্যান্ডের মাটিতে ভারত-জিম্বাবুয়ে এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল। ১৯৯২ বিশ্বকাপে হ্যামিল্টনের সে ম্যাচে ডিএল হাফটনের দলকে হারিয়ে দিয়েছিল আজহারুদ্দিনের সতীর্থরা।

ভারত একাদশ
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, মোহাম্মদ সামি, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহিত শর্মা ও উমেশ যাদব।

জিম্বাবুয়ে একাদশ
ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), চামু চিবাবা, সিকান্দার রাজা, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন, রেগিস চাকাভা, তেন্দাই চাতারা, হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মায়ার, মুপারিওয়া ও তিনাশে পানিয়াঙ্গারা।

বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

** সাজঘরে জিম্বাবুয়ের দুই ওপেনার
** ফিল্ডিংয়ে দুরন্ত ভারত
** টসে জিতে ফিল্ডিংয়ে ভারত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।