ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিজের রেকর্ড ভাঙলেন অশ্বিন

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
নিজের রেকর্ড ভাঙলেন অশ্বিন রবিচন্দ্রন অশ্বিন

ঢাকা: অকল্যান্ডে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের বোলিং পারফরম্যান্সকে ছাড়িয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। ইতিবাচক নয় বরং নেতিবাচক রেকর্ডই গড়লেন ভারতের নির্ভরযোগ্য এই ডানহাতি স্পিনার।

এ ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের সবচেয়ে বাজে বোলিং করেছেন অশ্বিন।

১০ ওভার বল করে ৭.৫০ ইকোনমি রেটে ৭৫ রানের বিনিময়ে মাত্র একটি উইকেট দখল করেছেন অশ্বিন। কট এন্ড বোল্ড করে ফেরান ফিফটি করা শন উইলিয়ামসকে।

এর আগে ২০১১ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের সবচেয়ে খরুচে বোলিং করেছিলেন অশ্বিন। নিজ দেশে অনুষ্ঠিত ঐ ম্যাচে ১০ ওভারে ৭৪ রান দিয়ে একটি উইকেট লাভ করেছিলেন তামিলনাডুর এই স্পিনার। শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৩ সালে তৃতীয় সর্বোচ্চ ৬৭ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন।

এছাড়াও নিজের ওয়ানডে ক্যারিয়ারে ব্যাঙ্গালুরুতে ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৬ ও নাগপুরে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৪ রান দিয়েছিলেন অশ্বিন। দুই ম্যাচেই দশ ওভার বল করে দুই উইকেট পেয়েছিলেন ২৮ বছর বয়সী এই স্পিনার।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘন্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।