ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতকে টানছেন রায়না-ধোনি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
ভারতকে টানছেন রায়না-ধোনি ছবি : সংগৃহীত

ঢাকা: বিরাট কোহলির বিদায়ের পর ভারতের সমর্থকদের কপালে যে চিন্তার ভাঁজ পড়েছিল তা দূর করার চেষ্টা করছেন সুরেশ রায়না ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এ দু’জন অর্ধশতাধিক রানের জুটি গড়ে খেলে চলেছেন।

বলতে গেলে, এ জুটিই ভারতের সর্বশেষ ভরসার জুটি, সেই বাড়তি দায়িত্বটুকুও বুঝে খেলছেন দলপতি আর তার সেনা রায়না।

২৮৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা ভারতের প্রতিবেদনটি লেখা পর্যন্ত সংগ্রহ ৩৫ ওভারে ১৫৮ রান। রায়না খেলছেন ৪৮ রানে আর ধোনি আছেন ২৬।

এবারের বিশ্বকাপে টানা ষষ্ঠ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট খুইয়ে ফেলে ভারত। ২১ রানের দুই ওপেনার রোহিত শর্মা (১৬) ও শিখর ধাওয়ানকে (৪) সাজঘরে পাঠান তিনাশে পানিয়াঙ্গারা। এই পেসারের বলে রোহিত ক্যাচ দেন সিকান্দর রাজার হাতে, আর শিখরের ব্যাটে লাগা বল আঁচড়ে পড়ে স্ট্যাম্পে।

রোহিত-শিখরের বিদায়ের পর নামেন বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। এ দু’জন ইনিংস মেরামত করে বড় পার্টনারশিপ গড়ার ইঙ্গিত দেন। কিন্তু জুটিতে ৫০ রান তুলতেই ভুল বোঝাবুঝির বলি হন রাহানে। সিকান্দর রাজার দুর্দান্ত থ্রোতে ১৯ রান করে দলীয় ৭১ রানের মাথায় মাঠ ছাড়েন তিনি। তার বিদায়ের পর মাঠে নামেন সুরেশ রায়না।

রায়নাকে নিয়ে খেলতে থাকলেও ভারতের ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভরসা কোহলিও দলীয় ৯২ রানের মাথায় ব্যক্তিগত ৩৮ রানে সিকান্দর রাজার ঘূর্ণি বলে সরাসরি বোল্ড হয়ে যান। তার বিদায়ে শত রান পূরণের আগেই স্কোরবোর্ড থেকে চার উইকেট ‘হাওয়া’ হয়ে যায় ভারতের।

তবে, কোহলির বিদায়ের পর মাঠে নেমে রায়নার সঙ্গে মিলে ফের ইনিংস মেরামতে মনোনিবেশ করেন ধোনি। এ দু’জনের জুটি থেকে এখন পর্যন্ত এসেছে সর্বোচ্চ ৬৬* রান।

গ্রুপ পর্বে উভয় দলের শেষ লড়াইটি নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হয় বাংলাদেশ সময় শনিবার (১৪ মার্চ) সকাল ৭টায়। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বেশ ক’টি উইকেট খুইয়ে ফেলে জিম্বাবুয়ে। ৩৩ রানে দুই ওপেনারসহ টপঅর্ডারের তিন উইকেট হারানোর পর ধুঁকতে থাকে টেস্ট খেলুড়ে দলটি। এ অবস্থায় খেলতে নেমে পরিস্থিতি সামলে ৯৩ রানের কার্যকর জুটি গড়েন অধিনায়ক ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামস। দু’জনই প্রায় একইসময়ে অর্ধশতক পূরণ করেন।

দলীয় ১২৬ রানের মাথায় জুটিটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। তার বলে কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে শন উইলিয়ামস খেলে যান ৫০ রানের ঝলমলে ইনিংস।

উইলিয়ামসের বিদায়ের পর নামেন ক্রেইগ আরভিন। তিনি একপ্রান্ত থেকে অধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়ে যান। তাকে সঙ্গে নিয়ে আরেকটি শক্ত জুটি গড়েন টেইলর, তোলেন ১০৯ রান। পাশাপাশি পূরণ করেন ব্যক্তিগত শতকও। দলীয় ২৩৫ রানে মোহিত শর্মার বলে ধাওয়ানের হাতে ক্যাচ দেওয়ার আগে টেইলর খেলেন ১১০ বলে ১৩৮ রানের ঝকঝকে ইনিংস। ৫ ছক্কা ও ১৫ চারের মারে ইনিংসটি সাজান তিনি।

এর মধ্যে ছক্কা হাঁকিয়ে শতক পূরণের পর ছোটখাট একটি ঝড় তোলেন টেইলর। ৪১তম ওভারে রবিন্দ্র জাদেজার কাছ থেকে ২৫ রান আদায় করে নেন তিনি। তবে, ৪২তম ওভারে তার বিদায়ের পর ৪৩তম ওভারে সাজঘরের পথ ধরেন আরভিনও (২৭)। তিনি কট অ্যান্ড বোল্ড হন মোহিত শর্মার বলে।

টেইলর-আরভিনের বিদায়ের পর সিকান্দর রাজা ২১ বলে ২৮ রানের একটি ছোটখাট ইনিংস খেললেও নিয়মিত বিরতিতে ফের উইকেট খোয়াতে থাকে আফ্রিকার দলটি। তিনশ‘র বেশি রানের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে ২৮৭ রানে থামে জিম্বাবুইয়ান ইনিংস।

ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন মোহিত শর্মা, মোহাম্মদ সামি, উমেশ যাদব। এছাড়া, একটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

** সাজঘরে কোহলিও, বিপ‍াকে ভারত
** রানআউট রাহানে, নামলেন রায়না

** ইনিংস মেরামতে কোহলি-রাহানে
** শুরুতেই সাজঘরে রোহিত-শিখর
** নিজের রেকর্ড ভাঙলেন অশ্বিন
** ২৮৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে শিখর-রোহিত
** ভারতকে ২৮৮ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে
** অনবদ্য শতকের পর বিদায় টেইলরের
** বিদায়ী ম্যাচে রেকর্ড গড়লেন টেইলর
** আরভিনকে নিয়ে এগোচ্ছেন টেইলর
** টেইলর-উইলিয়ামসের ফিফটিতে চাপমুক্ত জিম্বাবুয়ে
** দেখেশুনে খেলছেন টেইলর-উইলিয়ামস
** ব্যাটিং বিপাকে জিম্বাবুয়ে
** সাজঘরে জিম্বাবুয়ের দুই ওপেনার
** ফিল্ডিংয়ে দুরন্ত ভারত
** টসে জিতে ফিল্ডিংয়ে ভারত
** জিম্বাবুয়ের হয়ে শেষবার খেলছেন টেইলর!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।