ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ হ্যাডলিও |‍| অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ হ্যাডলিও |‍| অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে স্যার রিচার্ড হ্যাডলি

অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে: অবিশ্বাস আর সন্দেহ’র একটা গন্ধ যেন খুঁজে বেড়াচ্ছে ভারতীয় মিডিয়া! সাউথ আফ্রিকাকে কোয়ার্টার ফাইনালে এড়াতে চেয়েছে বাংলাদেশ! এরকম একটা ধারণা ভারতীয়দের মনে। আর সে কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে অনেকগুলো ট্যাকটিক্যাল ভুল করেছে বাংলাদেশ!

হ্যামিল্টনের সেডন পার্কের সেই ম্যাচের ময়নাতদন্ত চলেছে অকল্যান্ডের ইডেন পার্কের প্রেসবক্সেও! যেখানে ভারতীয় মিডিয়ার দাপট ছিল মাঠে মহেন্দ্র সিং ধোনির দলের দাপটের চেয়েও বেশি।

কিন্তু ভারতীয়দের এইসব সন্দেহবাতিক প্রবণতাকে পাত্তা দেবে কেন ক্রিকেটবিশ্ব? পাত্তা দেয়ারই বা কি আছে! তাহলে কি ২০০৭ এর ভূত চেপেছে ভারতীয়দের ঘাড়ে? নাকি ২০১৫-র বিশ্বকাপের ফ্ল্যাশ ফরোয়ার্ডে তারা ২০০৭ এর ফ্ল্যাশব্যাকের চিত্র-ই খুঁজে পাচ্ছেন? এমসিজিকে কি এখনই তাদের কাছে পোর্ট অফ স্পেনের কুইন্সপার্ক ওভাল মনে হচ্ছে! ২০০৭ সালে ওখানেই বাংলাদেশের কাছে হেরে ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়েছিল। এবার  ইয়ারা নদীর তীরে এমসিজিতেই কি তাদের কাপ ধরে রাখার স্বপ্ন শেষ হবে?

উত্তরের জন্য অপেক্ষা করতে হচ্ছে ১৯ মার্চ রাত পর্যন্ত। কিন্তু তাঁর আগে একজনের মুখ থেকে যে উত্তর পাওয়া গেলো তাতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা গর্বিত হতেই পারেন। আগের দিন হ্যামিল্টনের সেডন পার্কে উপস্থিত ছিলেন ভদ্রলোক। পরদিন ইডেন পার্কেও হাজির। আসলে আইসিসি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে স্যার রিচার্ড হ্যাডলি নিউজিল্যান্ডের প্রায় প্রতিটি মাঠে থাকছেন। নিউজিল্যান্ডের সর্বকালের সেরা অলরাউন্ডার বাংলাদেশের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসাই করলেন  । ‘ ওরা যে ক্রিকেট খেলছে বিশ্বকাপে তাতে কোয়ার্টার ফাইনালে একটা জায়গা বাংলাদেশের প্রাপ্য। ’-বলেছেন হ্যাডলি। প্রশংসা করেছেন বাংলাদেশ ব্যাটসম্যান মাহমুদ উল্লাহ রিয়াদের: । ‘টেকনিক্যালি খুব ভাল ব্যাটসম্যান। এবারের বিশ্বকাপে সেরা পাঁচজন ব্যাটসম্যানের তালিকায় ঢুকে পড়বে ও । ’---বক্তার নামও স্যার রির্চাড হ্যাডলি। এরপর বোধ হয় আর মাহমুদ উল্লাহর যোগ্যতা এবং দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার খুব একটা সুযোগ থাকছে না। এক সময় মাহমুদ উল্লাহর দলভুক্তি নিয়ে যারা মুশফিকের সঙ্গে আত্মীয়তার গন্ধ খুঁজে বেড়াতেন, তাদের নাকে মুখে ঝামা ঘষে দেয়ার মতো অবস্থা। পরপর দুটো সেঞ্চুরি করে বিশ্বকাপের অন্যতম আলোচিত ব্যাটসম্যান এখন তিনি। জিওফ বয়কট থেকে সৌরভ গাঙ্গুলি, স্যার রির্চাড হ্যাডলি থেকে জেরেমি কোনি সবার মুখে ব্যাটসম্যান মাহমুদ উল্লাহর প্রশংসা। আসলে প্রশংসা না করে উপায়ই বা কি? অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মাটিতে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি! কাজটা খুব সহজ ছিল না। কারণ, সবাই তো আর সাঙ্গাকারা নন যে ম্যাচের পর ম্যাচ সেঞ্চুরি করে যাবেন!

মাহমুদ উল্লাহর সেঞ্চুরি, বাংলাদেশ দলের পারফরম্যান্স অনেকের মনের বিভ্রান্তি দূর করেছে। আবার অনেকের ভীতিও বাড়িয়েছে। সেই অনেকের তালিকায় মনে হচ্ছে ভারতীয়দের সংখ্যাই বেশি। তাই যদি না হবে তাহলে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশের হার নিয়ে ওদের কেন এতো গবেষণা! আসলে বাংলাদেশ দলের পারফরম্যান্সকে কাঁটাছেড়া এখন করতেই হচ্ছে ভারতীয়দের। কারণ, মেলবোর্নে কোয়ার্টার ফাইনালে যে এই বাংলাদেশই তাদের সামনে। আর বাংলাদেশের থাকছে ২০০৭ এর সুখস্মৃতি। যদিও বীরেন্দ্র শেবাগ নামের একজনের ব্যাটিং তাণ্ডবের কথাও মনে আছে তাদের ২০১১ বিশ্বকাপে।

তবে সামনে আর পেছনে নয়। বাংলাদেশ থাকতে চাইছে বর্তমানে। আপাতত তারা পাখির চোখ করেছে মেলবোর্নের কোয়ার্টার ফাইনাল। যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়নরা। মেলবোর্নের গ্যালারিতে সেদিন নীল সমুদ্রের ঢেউ আছড়ে পড়বে সেটা জানেন মাশরাফি-মুশফিক-সাকিব-মাহমুদ উল্লাহরা। তবে সেই ঢেউ বাংলাদেশকে একেবারে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না সে ব্যাপারে আশ্বস্ত হওয়ার অনেক কিছু খুঁজে পাচ্ছে ক্রিকেটবিশ্ব। আর তাসমান সাগর পেরিয়ে মেলবোর্নে উড়াল দেবার আগে মাশরাফির দল কিন্তু আঁচড় রেখে গেলেন কিউইদের গায়ে। আহত কিউইরা এখন বাংলাদেশকে ‘বিপজ্জনক দল’ হিসেবেই দেখছে। আর এই বাংলাদেশ যদি এমজিসি-তে ভারতকে হারিয়ে শেষ চারে পৌঁছে যায়, তাহলে সে ম্যাচের গায়ে নিশ্চয়ই ‘অঘটন’-র তকমা এঁটে দেওয়া যাবে না। কারণ, বড় দলের বিপক্ষে ভাল খেলার একটা অভ্যাস কিন্তু করে ফেলেছে বাংলাদেশ। সেটা দ্বিধাহীনচিত্তে বলে ফেললেন স্যার রিচার্ড হ্যাডলি। মনে দ্বিধা থাকলে কি আর তিনি বলতে পারতেন ; ‘বাংলাদেশ থরোলি ডিজার্ভ ইন দ্য কোয়ার্টার ফাইনাল। ’

কিন্তু সেমিফাইনালে কি জায়গা পাওয়ার যোগ্য নয় বাংলাদেশ? উত্তরটা শুধু বাংলাদেশ দলের ক্রিকেটাররাই দিতে পারেন। তবে মুখে নয়, ব্যাট আর বলহাতে। জবাব দেয়ার জন্য বাংলাদেশ এমসিজির চেয়ে ভাল জায়গা আর কোথায় পেতে পারতো এবারের বিশ্বকাপে?

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

** মাহমুদুল্লাহর ইনিংস টেনে আনলো মার্টিন ক্রো-কে। । অঘোর মন্ডল, হ্যামিল্টন থেকে
** ক্লাস অব জিরো এইট! ‍|‍| অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে
** অ্যাডিলেডে শরতের রংও যেন লাল-সবুজ | অঘোর মন্ডল, অ্যাডিলেড থেকে
** ওয়ানডে-তে বোলাররা এখন শ্রমিকের ভূমিকায়! অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে

** অনেক নাটক জন্ম দিতে পারে ইডেন পার্ক ॥ অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে
** ইয়র্কার এখন বিরল ডেলিভারি!॥ অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে
** বিশ্বকাপের রান উৎসবে বাংলাদেশও ॥ অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে
** নেলসনে টাইগারদের তিন ‘ল্যান্ড’ হার্ডল ॥ অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে
** ইংল্যান্ড পারলে বাংলাদেশ কেন নয়? । । অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে
** শচীন আছেন শচীন নেই! | অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে
** ব্রিলিয়ান্ট! সুপার! গ্রেট! অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে
** বাংলাদেশের ব্র্যান্ড সাকিব!|| অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে
** মিরপুর টেক্কা দিচ্ছে মেলবোর্নকে ॥ অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে
** অস্ট্রেলীয় ক্রিকেট সংস্কৃতি নিয়ে বাকযুদ্ধ ॥ অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে
** নীল-হলুদ নাকি লাল-সবুজের ঢেউ ॥ অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে
** চোক’ কি ক্রিকেটীয় জোক?। । অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** ব্রিসবেনে আক্ষেপের উল্টোপিঠে স্বস্তিও॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** সাকিব-ই সেরা মানতে অসুবিধা কোথায়!॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** ব্রিসবেনে আক্ষেপের উল্টোপিঠে স্বস্তিও॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** বৃষ্টিবিলম্বিত ক্লার্কের ফেরা! না থেকেও আছেন আশরাফুল॥ ব্রিসবেন থেকে অঘোর মন্ডল
** শঙ্কার চোরা স্রোত ব্রিসবেনে॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** ম্যাচের নায়করা ছিলেন বাইশ গজের বাইরে। । অঘোর মন্ডল, ক্যানবেরা থেকে
** ‘সি’ ফর ক্রিকেট নাকি সাইক্লোন!॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।