ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চার উইকেট নিয়ে ম্যাচ সেরা স্টার্ক

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
চার উইকেট নিয়ে ম্যাচ সেরা স্টার্ক

মিচেল স্টার্ক এবং কামিনসের গতির ঝড়, সঙ্গে জনসনের বাউন্সিংয়ে কুপোকাত হয়েছে স্কটল্যান্ড। ২৫ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে সংগ্রহ ১৩০ রান করতে সক্ষম হয় তারা।

স্কটিশদের ১৩০ রানে গুটিয়ে দিতে অগ্রনী ভূমিকা পালন করেছে স্টার্ক। তিনি একাই নিয়েছেন ৪ উইকেট। তাইতো অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচে সেরা হয়েছেন তিনি।

চার ওভার ৪ বলে ১৪ রান দিয়ে স্কটিশদের চার উইকেট তুলে নিয়ছেন স্টার্ক। এছাড়াও কামিনস তিনটি, জসসন, ওয়াটসন এবং ম্যাক্সওয়েল একটি করে উইকেট নেন।

অজিদের হয়ে স্টার্ক এ পর্যন্ত ৩৮ ম্যাচ খেলে ৭৭ উইকেট পেয়েছেন। ৫ উইকেট পেয়েছেন ৫ বার এবং ৪ উইকেট পেয়েছেন ৬ বার।  

এ বিশ্বকাপে আজকের ম্যাচ পর্যন্ত ১৬ উইকেট নিয়ে সেরা বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন স্টার্ক। ট্রেন্ট বোল্ট, সামি, জোস ডেভি ১৫ উইকেট নিয়ে তার পরের অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।