ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের প্রথম উইকেটের পতন

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
ক্যারিবীয়দের প্রথম উইকেটের পতন

ঢাকা: নেপিয়ারে ঝড়ো ইনিংসের আভাস দিয়ে ফিরে গেছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ডোয়াইন স্মিথ (১৫)। মাঞ্জুলা গুরুজির বলে উইকেটকিপার স্বপ্নিল পাতিলের তালুবন্দি হন এই ডানহাতি ব্যাটসম্যান।

আরব আমিরাতের দেয়া ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করছে ক্যারিবীয়রা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত চার ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৩৩ রান। চার্লস ১৮ ও মারলন স্যামুয়েলস ০ রানে ব্যাট করছেন।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। বাংলাদেশ সময় ভোর চারটায় ম্যাচটি শুরু হয়।

দলীয় ৪৬ রানে ছয় উইকেট হারালেও আমিরাতের হয়ে সপ্তম উইকেট জুটিতে হাল ধরেন আমজ‍াদ জাবেদ ও নাসির আজিজ। দু’জনের ১০৭ রানের পার্টনারশিপে ভর করে সবকটি উইকেটে হারিয়ে ১৭৫ রান তোলে আমিরাত।

আমিরাতের হয়ে জাবেদ ও নাসির দু’জনই হাফ সেঞ্চুরি তুলে নেন। দলীয় ১৫৩ রানের ব্যক্তিগত ৫৬ রান করে আন্দ্রে রাসেলের বলে সাজঘরে ফেরেন জাবেদ। ৬০ রান করা আজিজকে ফেরান মারলন স্যামুয়েলস।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের বোলিং তান্ডবে রীতিমত বিধ্বস্ত হয় আমিরাত। আমিরাত ওপেনার আন্দরি বিরেঙ্গারকে (৭) ফিরিয়ে উইকেট পতনের সূচনা করেন হোল্ডার। তার দ্বিতীয় শিকারে পরিণত হন কৃষ্ণ চন্দ্রন (০)। আরেক ওপেনার আমজাদ আলীকে (৫) এলডব্লুর ফাঁদে ফেলে তৃতীয় উইকেটটিও তুলে নেন এই ডানহাতি মিডিয়াম-ফাস্ট বোলার।

এরপর চতুর্থ পঞ্চম উইকেটে ব্যাটিংয়ে নামা খুররাম খান (৫) ও শায়মান আনোয়ারকে (২) ক্লিন বোল্ড করে দুই উইকেট তুলে নেন জেরম টেইলর। ছয় রান করা স্বপ্নিল পাতিলকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট পূরণ করেন ২৩ বছর বয়সী হোল্ডার।

বাঁচা-মরার এ ম্যাচে খালি জিতলেই চলবে না। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে তাকিয়ে থাকতে হবে পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচের ফলাফলের দিকে। আইরিশরা জিতলে টুর্নামেন্টর গ্রুপ পর্ব থেকেই বাদ পড়বে ক্যারিবীয়রা।

এদিকে ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল ইনজুরির কারণে দলে নেই। তার জায়গায় খেলছেন জনসন চার্লস। এর আগে ড্যারেন ব্রাভো ইনজুরি আক্রান্ত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় দলে ডাক পেয়েছিলেন চার্লস।

আরব আমিরাতের বিপক্ষে জয়ের পাশাপাশি নেট রান রেটও বাড়াতে হবে হোল্ডার-স্যামিদের। পুল ‘বি’তে পাঁচ ম্যাচ শেষে দুই জয় ও তিন পরাজয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে ক্যারিবীয়রা। সমান ম্যাচে কোনো জয় নেই আমিরাতের। উল্লেখ্য, দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কখনো খেলার সৌভাগ্য হয়নি ‍আমিরাতের।

এখন পর্যন্ত পাঁচ ম্যাচ শেষে সমান তিন জয় ও দুই হারে পয়েন্ট টেবিলের তিনে পাকিস্তান ও চারে রয়েছে আয়ারল্যান্ড। নেট রান রেটে অবশ্য পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের তুলনায় পিছিয়ে আছে আইরিশরা।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘন্টা, মার্চ ১৫, ২০১৫

** জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে ক্যারিবীয়রা
** ১৭৫ রানে অলআউট আমিরাত
** জাবেদ-আজিজের ফিফটিতে এগোচ্ছে আমিরাত
** এ বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক বার শূন্য রানকারী!
** দলীয় শতক পার করলো আমিরাত
** বিপর্যস্ত আমিরাতের প্রতিরোধের চেষ্টা
** হোল্ডারে বিধ্বস্ত আমিরাত
** হতাশ করলেন ‘ছক্কা’ শাইমান
** আমিরাতের পাঁচ উইকেটের পতন
** ক্যারিবীয় বোলিংয়ে দিশেহারা আমিরাত
** ফিল্ডিংয়ে নামল ক্যারিবীয়রা
** টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ক্যারিবীয়দের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।