ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোয়ার্টারে ওঠার ব্যাটিংয়ে আইরিশরা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
কোয়ার্টারে ওঠার ব্যাটিংয়ে আইরিশরা

কোয়ার্টারে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং নেমেছে আইরিশরা। আয়াল্যান্ডের হয়ে ম্যাচের গোড়াপত্তন করতে নেমেছেন পোর্টারফিল্ড এবং স্টারলিং।

আর পাকিস্তানের হয়ে বোলিংয়ের সূচনা করেছেন সোহেল খান।

রোববার (১৫ মার্চ ) অ্যাডিলেড ওভালে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পুল ‘বি’তে থাকা পাকিস্তান এবং আয়ারল্যান্ড মুখোমুখি হয়েছে।

চলতি বিশ্বকাপের ৪২তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড।

জয় ছাড়া এ ম্যাচে ভিন্ন কিছু চিন্তা করছে না দুই দল। ভারত ও দক্ষিণ আফ্রিকা শেষ আট নিশ্চিত করলেও পুল ‘বি’ থেকে শেষ আটের টিকিট পেতে শেষ ম্যাচ অবধি অপেক্ষা করতেই হচ্ছে তাদের।

পাঁচ ম্যাচে তিন জয়ে পাকিস্তান ও আয়ারল্যান্ড পেয়েছে ছয় পয়েন্ট করে। পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে যে দলই জিতুক রান রেটে চোখ থাকবে উভয় দলেরই।

২০০৭ বিশ্বকাপে আইসিসির সহযোগী দেশ আয়ারল্যান্ডের কাছে হেরেছিল পাকিস্তান। এ ম্যাচেও সেরকম কিছু ঘটিয়ে শেষ আট নিশ্চিত করতে চায় আইরিশরা। অন্যদিকে পাকিস্তান দল সেরাটা খেলে প্রত্যাশিত জয়ে খুলতে চায় শেষ আটের দরজা।

পাকিস্তানের একাদশ
আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, মিসবাহ-উল-হক (অধিনায়ক), উমর আকমল (উইকেটরক্ষক), শহীদ আফ্রিদি, হারিস সোহেলে, শোয়েব মাকসুদ, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, রাহাত আলি ও এহেসান আদিল।

আয়ারল্যান্ডের একাদশ:
উইলিয়ামস পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, এড জয়েস, নেইল ও’ব্রায়েন, অ্যান্ডি বালবারনি, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), কেভিন ও’ব্রায়েন, জন মুনি, স্টুয়ার্ট থম্পসন, অ্যালেক্স কুসাক ও জর্জ ডকরেল।

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

** শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।