ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সপ্তম জুটিতে আমিরাতের বিশ্বরেকর্ড

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
সপ্তম জুটিতে আমিরাতের বিশ্বরেকর্ড

ঢাকা: কখন যে কোন ঘটনা সবার অজান্তেই বিশ্বরেকর্ড হয়ে যায় তা বলাই কঠিন। চলতি বিশ্বকাপে অনেক রেকর্ডের ভিড়ে আরও একটি নতুন বিশ্বরেকর্ড যুক্ত হয়েছে।



রোববার (১৫ মার্চ) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই রেকর্ডটি করেন সংযুক্ত আরব আমিরাতের দুই ব্যাটসম্যান।

নিউজিল্যান্ডের নেপিয়ারে সপ্তম উইকেট জুটিতে আমজাদ জাভেদ এবং নাসির আজিজ ১০৭ রান করেন। ১৯৭৫ সালের পর আজ অবধি সপ্তম উইকেট জুটিতে বিশ্বকাপের ইতিহাসের এটাই সর্বোচ্চ রান।

এর আগে ১৫ ফেব্রুয়ারি চলতি বিশ্বকাপ আসরে আয়ারল্যন্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্রিসবনে সপ্তম উইকেট জুটিতে আমজাদ জাভেদ এবং শাইমান আনোয়ার সমপরিমাণ রান করে বিশ্বকাপ রেকর্ড বুকে ঠাই করে নেন তারা।

আজকের পরাজয়ের মধ্যদিয়ে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিলেও দ্বিতীর বারের মত ১০৭ রানের সপ্তম উইকেট জুটির রেকর্ডটাই সান্ত্বনা হচ্ছে আমিরাতের।

সপ্তম উইকেট জুটির দ্বিতীয় স্থানে রয়েছেন ২০০৩ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের আরডি জেকবস এবং সারওয়ান। তাদের সংগ্রহ ছিল ৯৮ রান।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।