ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের সম্ভাবনা দেখছেন মিসবাহ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
পাকিস্তানের সম্ভাবনা দেখছেন মিসবাহ ছবি: সংগৃহীত

ঢাকা: ইমারন খানের নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ৯২’র পুনরাবৃত্তি ঘটবে কি? পাক অধিনায়ক মিসবাহ উল হক সে আশাই করছেন।



মিসবাহ বলেন, ‘অবশ্যই আমরা বিশ্বকাপ জিততে পারি। দলের সবাই এখন আত্মবিশ্বাসী। টিম হিসেবে আমরা বেশ ছন্দে আছি। বোলাররা খুবই ভালো করছে। ব্যাটিংয়ের টপ অর্ডার নিয়ে উদ্বেগ থাকলেও তা কেটে গেছে। সব মিলিয়ে পাকিস্তানকে দ্বিতীয়বারের শিরোপা এনে দিতে আমরা প্রস্তুত। ’

কোয়ার্টার ফাইনালে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।   এ প্রসঙ্গে মিসবাহ বলেন, ‘যে কোনো কিছুই ঘটতে পারে। নকআউট পর্বের ম্যাচ নিয়ে আমরা আশাবাদী। আমাদের শক্ত বোলিং লাইনআপ বিশ্বের যেকোনো দলকেই চমকে দিতে পারে। ’ উল্লেখ্য, ১৯৯২ বিশ্বকাপে গ্রুপ পর্বের দেখায় স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়েছিল পাকিস্তান।

উল্লেখ্য, অ্যাডিলেড ওভালে আগামী ২০ মার্চ দু’দলের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘন্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।