ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাঙ্গাকারা পারলে মাহমুদুল্লাহ কেন নয়?

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
সাঙ্গাকারা পারলে মাহমুদুল্লাহ কেন নয়? মাহমুদুল্লাহ রিয়াদ

দারুণ ফর্মে থাকা টাইগার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচেও শত রান করতে পারবেন বলে আশাবাদী বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিব বলেন, এখন পর্যন্ত মাহমুদুল্লাহ খুবই ধারাবাহিক, এজন্য তার গর্বিত হওয়া উচিত।

কিন্তু তার দায়িত্ব এখানেই ফুরিয়ে যায়নি। আমরা আশা করি তিনি ভারতের বিপক্ষেও আরেকটি সেঞ্চুরি হাঁকাবেন।

‘সাঙ্গাকারা যদি টানা চার ম্যাচে সেঞ্চুরি করতে পারেন তবে মাহমুদুল্লাহ কেন নয়?’ বলেও প্রশ্ন করেন সাকিব।

বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে ৩ উইকেটে হেরে যায় টাইগাররা। কিউইদের বিপক্ষে ওই ম্যাচে টানা দ্বিতীয় শতক তুলে নেন বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ।

প্রেসব্রিফিংয়ে তাই মাহমুদুল্লাহ রিয়াদের উচ্ছ্বসিত প্রশংসা করেন সাকিব। মাহমুদুল্লাহ তার সাম্প্রতিক ফর্ম আগামী ম্যাচেও ধরে রাখবেন বলে আশাবাদী সাকিব।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।