ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তাদের চোখে এশিয়াই বিশ্বসেরা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
তাদের চোখে এশিয়াই বিশ্বসেরা

ঢাকা: চলতি বিশ্বকাপে শিরোপা জিততে স্বাগতিক দুই দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে অনেক ক্রিকেট বোদ্ধা এগিয়ে রাখছেন। তবে, এশিয়ান দলগুলোকে এগিয়ে রাখছেন পাকিস্তানের সাবেক পেস তারকা ওয়াসিম আকরাম, ভারতীয় ক্রিকেট দলের পরিচালক রবি শাস্ত্রী, শ্রীলঙ্কার প্রধান কোচ মারভান আতাপাত্তু।



অনেকে ভেবেছিলেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কঠিন আর বাউন্সি উইকেটে এশিয়ান দলগুলোকে বেগ পেতে হবে। তবে, ইতোমধ্যেই এশিয়ার টেস্টপ্লেয়িং চারটি দেশই (বাংলাদেশ, ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কা) সব সংশয় দূর করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আর তিনটি মাত্র ম্যাচে জয় পেলেই এশিয়ার কোনো একটি দল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ওয়াসিম আকরাম জানিয়েছেন, এশিয়ার দলগুলো থেকেই যে এবারের চ্যাম্পিয়ন হবে তাতে কোনো সন্দেহ নেই। বিশ্বকাপের আগে এশিয়ার চারটি শক্তিশালী দেশই নিজেদের সিরিজ গুলোতে ধুঁকেছে। আর যোগ্য দল হিসেবেই বিশ্বমঞ্চের কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে।

এদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত জাতীয় দলের পরিচালক রবি শাস্ত্রী জানিয়েছেন, আমি অবাক হবো না যদি আবারো টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়। বিশ্বকাপের আগে বেশ কিছু ম্যাচে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়েও ভালো করতে পারেনি। তবে, আমি আশাবাদি কঠোর পরিশ্রমের ফলেই টিম ইন্ডিয়া তাদের শিরোপা ধরে রাখবে।

আর শ্রীলঙ্কার প্রধান কোচ মারভান আতাপাত্তু জানিয়েছেন, গত কয়েক বছর থেকেই লংকান দলটি বড় বড় আসরে ফেভারিট হিসেবেই খেলেছে। দলটি আগের মতোই বেশ শক্তিশালী স্কোয়াড নিয়ে বিশ্বমঞ্চে হাজির হয়েছে। কুমার সাঙ্গাকারা, দিলশান, মালিঙ্গারা নিজেদের সেরাটা দিয়েই খেলছে। ১৯৯৬ সালের মতো এবারো তারা নিজেদের চ্যাম্পিয়ন করার লক্ষ্যেই খেলে যাচ্ছে।

চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এশিয়ার দুই দেশ ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হবে। নকআউট পর্বের এ ম্যাচ থেকে এশিয়ার যেকোনো একটি দেশ বিদায় নেবে। এশিয়ার আরেক দেশ পাকিস্তান মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়ার এবং শ্রীলঙ্কা লড়বে দ. আফ্রিকার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ১৬ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।