ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মালিঙ্গাতে মুগ্ধ জয়াবর্ধনে

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
মালিঙ্গাতে মুগ্ধ জয়াবর্ধনে লাসিথ মালিঙ্গা

ঢাকা: ইনজুরি কারণে পাঁচ ‍মাস যাবৎ দলের বাইরে ছিলেন। বিশ্বকাপ শুরুর আগে দু’টি প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে শ্রীলঙ্কা দলে নিয়মিত হন লাসিথ মালিঙ্গা।

দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে থেকেও ধারাবাহিকতা বজায় রাখায় মালিঙ্গার প্রতি প্রশংসা ব্যক্ত করেছেন লঙ্কান ব্যাটিং তারকা মাহেলা জয়াবর্ধনে।

গ্রুপ পর্বের ছয় ম্যাচে লঙ্কানদের হয়ে ২৮.২৭ গড়ে ও ৫.৩৯ ইকোনমি রেটে ১১টি উইকেট দখল করেছেন ৩১ বছর বয়সী মালিঙ্গা। সর্বোচ্চ ১৬টি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

ইএসপিএন ক্রিকইনফোতে দেওয়া সাক্ষাৎকারে জয়াবর্ধনে বলেন, ‘গত তিন-চার সপ্তাহ ধরে ছন্দ ধরে রাখার জন্য মালিঙ্গা কঠোর অনুশীলন করছে। তার বাম পায়ের গোড়ালিতে অস্ত্রপচার করা হয়েছিল। যার কারণে চার-পাঁচ মাস যাবৎ বোলিং করতে পারেনি। দীর্ঘ সময় পর প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে সে মাঠে ফিরে। ’

মালিঙ্গা এখন সম্পূর্ণ ফিট আছেন বলেও জানান জয়াবর্ধনে। ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যান বলেন, ‘বোলিং করতে গিয়ে মালিঙ্গার পায়ে এখন আর ব্যথা অনুভব হয়না। শতভাগ ফিটনেস নিয়েই সে পারফর্ম করছে। এটি দলের জন্য খুবই স্বস্তিদায়ক। ’

উল্লেখ্য, বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে আগামীকাল (১৮ মার্চ) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ৯৬’র চ্যাম্পিয়ন ও গত দুই আসরের রানারআপ শ্রীলঙ্কা। সিডনিতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘন্টা, মার্চ ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।