ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সহযোগী দেশগুলোর পাশে রাহুল দ্রাবিঢ়

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
সহযোগী দেশগুলোর পাশে রাহুল দ্রাবিঢ় ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটে সহযোগী দেশগুলোর ধারাবাহিক অংশগ্রহনে তাদের সমর্থন জানিয়েছেন ভারতের সাবেক ‍অধিনায়ক রাহুল দ্রাবিঢ়। তিনি জানান, টেস্ট খেলুড়ে দেশের বাইরে যে দল গুলো রয়েছে তাদের জন্য বড় একটি সুযোগ এই বিশ্বকাপ।



ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি আগামী ২০১৯ সালে অনুষ্ঠিত ইংল্যান্ড বিশ্বকাপে ১০ দলের অংশগ্রহনে টূর্ণামেন্টটি করতে চাইছে। তবে আইসিসির এমন প্রতিক্রিয়ার চরম বিরোধীতা জানিয়েছেন রাহুল।

ভারতের হয়ে ১৬৪ টেস্ট ও ৩৪৪ ওয়ানডে খেলা এ ডানহাতি ব্যাটসম্যান মনেকরেন, বিশ্বকাপের মত বড় একটি আসরে আয়ারল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ডের মত দল ভালো করছে।

রাহুল বলেন, ‘আমি মনেকরি বিশ্বকাপে এসব দলগুলো থাকা প্রয়োজন। তাদের খেলাগুলো স্পনসরশিপের মাধ্যমে সরাসরি টিভিতে দেখানো হচ্ছে। তাদের সরকার খরচ চালাচ্ছে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ যে এত বড় একটি আসরে তাদের খেলা চালিয়ে যাওয়া। ’

রাহুলের মতে বিশ্বকাপে ১৪ দলের অংশগ্রহনই আদর্শ। তিনি আরো বলেন, চার বছর পর এই আসরটি অনুষ্ঠিত হয়। আমি কখনোই চাইব না আসরে দল কমে আসুক। বরং ১৪ দলের অংশগ্রহনই সবচেয়ে সুন্দর। ’

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।