ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লংকানদের মুরালিধরনের টোটকা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
লংকানদের মুরালিধরনের টোটকা মুত্তিয়া মুরালিধরন

ঢাকা: চলতি বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচের আগে লংকান সাবেক স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন অ্যাঞ্জেলো ম্যাথুজদের আগে ব্যাটিং করার জন্য উপদেশ দিয়েছেন।



মুরালিধরন আইসিসির কলামে লিখেছেন, আমি ম্যাথুজদের দুটি মেসেজ দিতে চাই। একটি হলো টস জিতো এবং আগে ব্যাটিং নাও। আর অপরটি হলো প্রোটিয়াদের ব্যাটিং তারকা ডি ভিলিয়ার্সকে নিয়ে বেশি ভেবো না।

তিনি আরও লিখেছেন, শ্রীলঙ্কা এবং দ. আফ্রিকা কোয়ার্টার ফাইনালে খেলবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। এ মাঠে প্রোটিয়ারা আগে ব্যাটিং করে ওয়ানডে ক্রিকেটে ৫৮ শতাংশ ম্যাচ জিতেছে। কিন্তু চাপের কারণে নকআউট পর্বে তারা এ পরিসংখ্যান ধরে রাখতে ব্যর্থ হবে বলে আমার বিশ্বাস। আর যদি স্কোর বোর্ডে লংকানদের বড় সংগ্রহ তাদের চোখে পড়ে, তারা অবশ্যই সে চাপ সামলে উঠতে পারবে না।

গ্রুপ পর্বে প্রোটিয়ারা নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৩৯ রান সংগ্রহ করে। পরের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ভারতের বিপক্ষে ৪০.২ ওভারে ১৭৭ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে ব্যাটিং করে ৪০৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ডি ভিলিয়ার্স বাহিনী।

নিজেদের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংস ব্যাট করে প্রোটিয়ারা তোলে ৪১১ রান। আর পরের ম্যাচে পাকিস্তানের দেওয়া টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৩.৩ ওভারে অলআউট হওয়ার আগে তারা তোলে ২০২ রান। তবে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগে ব্যাটিং নিয়ে প্রোটিয়ারা তোলে ৩৪১ রান।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ১৭ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।