ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের শুভ কামনায় পতাকা শোভাযাত্রা বুধবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
টাইগারদের শুভ কামনায় পতাকা শোভাযাত্রা বুধবার ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শুভ কামনা জানিয়ে বুধবার (১৮ মার্চ) বিকাল ৪টায় পতাকা শোভাযাত্রা করার ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটি’ নামের একটি সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বের হয়ে নগরীর বিভিন্ন এলাকায় যাবে এ শোভাযাত্রা।


 
বৃহস্পতিবার (১৯ মার্চ) ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলায় টাইগারদের শুভকামনা জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জীবন এস চক্রবর্তী।
 
তিনি আরো জানান, ইতোমধ্যে এ কর্মসূচি সফল করতে ফেসবুকে ইভেন্টও খোলা হয়েছে। প্রচারণা চলছে বেশ জোরেশোরে। এছাড়া বুধবার সকাল ১১টা থেকেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্য, স্বেপার্জিত স্বাধীনতাসহ টিএসসি এলাকায় অবস্থান নিয়ে গানে-স্লোগানে মুখরিত রাখবেন।
 
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনের নেতারা বলেন, আমরা দেখেছি, ফুটবল বিশ্বকাপের সময় বিভিন্ন দেশকে সমর্থন জানিয়ে পতাকায় পতাকায় সারা দেশ ছেয়ে যায়, শোভাযাত্রা হয়। আর আজ যখন  বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলছে, তখন আমরা ঘরে বসে থাকি কি করে? তাই আমরা এ উদ্যোগ নিয়েছি, যাতে নিজের দেশের পতাকায় ছেয়ে যায় সারা বাংলাদেশ।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এর আগে বিশ্বকাপে টাইগারদের শুভ কামনা জানিয়ে দেশব্যাপী জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচিও ঘোষণা করেছিল। এরই ধারাবাহিকতায় বুধবারের পতাকা শোভাযাত্রা করা হবে।
 
বিভাগীয় শহরসহ সারাদেশে বিশেষ করে শিক্ষার্থীদের পতাকা হাতে রাজপথে নামার আহবানও জানিয়েছেন সংগঠনটির নেতারা। দেশপ্রেমিক সকলকে এ কর্মসূচিতে অংশ নিয়ে জাতীয় ক্রিকেট দলকে শুভ কামনা জানানোর আহ্বান জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
 
আগামী দিনগুলোতেও বাংলাদেশ ক্রিকেট টিমের সমর্থক শক্তি হিসেবে অনলাইন ও রাজপথে সকলকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন এ সংগঠনের সংগঠকরা।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।