ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাল ধরেছেন সাঙ্গাকারা-থিরিমান্নে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
হাল ধরেছেন সাঙ্গাকারা-থিরিমান্নে ছবি : সংগৃহীত

ঢাকা: দলীয় ৪ রানে দুই ওপেনারকে হারানোর পর বেশ সর্তকভাবে ব্যাট করে দলের হাল ধরেছেন ফর্মের তুঙ্গে থাকা শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও লাহিরু থিরিমান্নে।

চলতি বিশ্বকাপে টানা ৪টি শতক হাঁকানো সাঙ্গাকারা সতর্কভাবে ব্যাট করে ৪০ বলে ৬ রান করে ক্রিজে রয়েছেন।

তার সঙ্গে থাকা থিরিমান্নের সংগ্রহ ৩৪ বলে ৩২ রান।

ইনিংসের ১৫ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৫১ রান।

ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। কাইল অ্যাবোটের করা প্রথম ওভারের চতুর্থ বলে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের অসাধারণ এক ক্যাচে সাজঘরে ফেরেন কুশল পেরেরা। আউট হওয়ার আগে তিনি ১০ বলে করেন ৩ রান।

শুরুতেই উইকেট হারানো লঙ্কানদের আরেক ওপেনার দিলশানকে ফেরান ডেল স্টেইন। ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে ফাফ ডু প্লেসিসের তালুবন্দি হয়ে শূন্য রানেই ফেরেন দিলশান। ফলে দলীয় ৪ রানেই কুশাল ও দিলশানকে বিপাকে পড়ে শ্রীলঙ্কা।

প্রথম কোয়ার্টার ফাইনালে টস জিত ব্যাট করার সিদ্ধান্ত নেনে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথিউস। ব্যাটিং উদ্বোধন করতে আসেন কুশল পেরেরা এবং তিলকারত্নে দিলশান। আর প্রোটিয়াদের হয়ে বোলিং সূচনা করেন ডেল স্টেইন। প্রথম ওভার থেকে লঙ্কানরা তোলে তিন রান।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ১৮ মার্চ ২০১৫

** পাওয়ার প্লে’তে লঙ্কানদের ৩৫/২
** দুই ওপেনার সাজঘরে, বিপাকে লঙ্কানরা
** প্রথম ৫ ওভারে বাউন্ডারি শূন্য লঙ্কানরা
** শুরুতেই উইকেট খোয়ালো লঙ্কানরা
** ব্যাটিংয়ে কুশল-দিলশান
** টস জিতে ব্যাটিংয়ে লঙ্কানরা
** শ্রীলঙ্কা-দ. আফ্রিকার বাঁচা-মরার লড়াই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।