ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন বিভাগেই ভালো করতে চান মাশরাফিরা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
তিন বিভাগেই ভালো করতে চান মাশরাফিরা

ঢাকা: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার আগে নিজেদের সেরাটা দেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি জানান, সাফল্যের জন্য ভালো ক্রিকেট খেলার বিকল্প নেই।



মাশরাফি এক প্রেস কনফারেন্সে বলেন, ‘ভারতের বিপেক্ষে ইতিবাচক ফলাফলের জন্য ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ভালো পারফরম্যান্স করতে হবে। বিন্দুমাত্র ছাড় দেওয়া যাবে না। সবাই নিজেদের সেরাটা দিতে পারলে যেকোনো কিছুই সম্ভব। ’

ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে মূল চ্যালেঞ্জটা যে বোলারদের হবে সেটিও স্মরণ করিয়ে দিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘ভারতীয় দলে বিশ্বমানের কয়েকজন ব্যাটসম্যান রয়েছে। তাদের বিপক্ষে বোলিং করাটা সত্যিই খুব কঠিন। তবে, চ্যালেঞ্জটা আমাদের নিতে হবে। ’

টস প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমার মতে মেলবোর্নের যে উইকেটে খেলা হবে সেখানে টস কোনো ফ্যাক্টর নয়। আগে ব্যাট করলে ভারতকে কত রানের টার্গেট দিলে ভালো হয় তা বলা মুশকিল। দলগত প্রচেষ্টাই মুখ্য বিষয়। বোলাররা নিজেদের সেরাটা দিতে পারলে ভারতকে তুলনামূলক কম রানের মধ্যে আটকে রাখা যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, তিন বিভাগে ভালো করতে পারলেই ভারতকে হারানো সম্ভব। ’

ব্যাটসম্যানদের প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘ওপেনিংয়ে ভালো একটা পার্টনারশিপ বড় স্কোরের ভিত গড়ে দিতে পারে। তামিমের ব্যাটে ধারাবাহিকতা না থাকলেও তার ওপর আমার আস্থা আছে। কালকের ম্যাচে রান তাড়া করে জিততে হলে ব্যাটসম্যানদের অবশ্যই দায়িত্বশীল ব্যাটিং করতে হবে। ’

এর আগে মেলবোর্নে অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুশফিক-তামিমরা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই নিজেদের প্রস্তুতিটা সেরে রেখেছেন। বিশেষ করে বোলিং অনুশীলনেই বেশি সময় দিয়েছেন মাশরাফি-রুবেলরা। ভারতকে হারাতে পারলেই ইতিহাস গড়ে বিশ্বকাপের সেমি ফাইনালে উঠে যাবে টাইগাররা।

উল্লেখ্য, আগামীকাল (১৯ মার্চ) মেলবোর্নে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় দু’দলের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘন্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।