ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাত পোহালেই স্বপ্নের কোয়ার্টার ফাইনাল

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
রাত পোহালেই স্বপ্নের কোয়ার্টার ফাইনাল

ঢাকা: শুরু হয়ে গেছে বিশ্বকাপের আসল উত্তেজনা। গ্রুপ পর্বের পর নকআউট পর্ব থেকে সেমিফাইনালে ওঠার দৌড়ে নেমেছে সেরা আট দল।

হারলেই ধরতে হবে দেশের বিমান। এরই দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বমঞ্চ থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।

এমন সমীকরণের ম্যাচে বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার (১৯ মার্চ) বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ম্যাচটি।

বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর শক্তি রয়েছে বাংলাদেশ দলের। গ্রুপ পর্বে ইংল্যান্ডকে হারিয়ে শেষ আটের টিকেট পায় আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও তুমুল প্রতিরোধ গড়ে বাংলাদেশ।

শেষ দুটি ম্যাচের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ভারত-বধ করে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে চায় টাইগাররা। অধিনায়ক মাশরাফি জানিয়েছেন, শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে চেষ্টা করবে ক্রিকেটাররা। কোচ হাথুরুসিংহে ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিশ্বাস ভারতকে হারানোর শক্তি-সামর্থ্য বাংলাদেশের রয়েছে।

ভারতের বিপক্ষে এর আগে তিনবার জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপেও জয় রয়েছে টাইগারদের। ২০০৭ বিশ্বকাপে পোর্ট অব স্পেনে মাশরাফি, রফিক ও রাজ্জাকের দুর্দান্ত বোলিংয়ের পর তামিম, ‍মুশফিক ও সাকিবের ফিফটিতে পাঁচ উইকেটের দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় রাহুল দ্রাবিড়ের টিম ইন্ডিয়া।
 
ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় ২০০৪ সালে। দলটির বিপক্ষে বাংলাদেশের ১৩তম ম্যাচে জয় ধরা দেয় টাইগার শিবিরে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সৌরভ গাঙ্গুলির ভারতকে ১৫ রানে হারায় হাবিবুল বাশারের বাংলাদেশ দল।
 
১৯৮৩ চ্যাম্পিয়নদের বিপক্ষে ১৫তম  ম্যাচে আরেকবার শচিন-সৌরভ-যুবরাজদের ভারতকে লজ্জা দেয় টাইগাররা। তৃতীয় জয়টি আসে ২০১২ সালের এশিয়া কাপে। ১৬ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ উইকেট হাতে রেখে ২৮৯ রান টপকে জয় পায় মুশফিকবাহিনী। প্রথমবারের মতো এশিয়াকাপের ফাইনালে পৌঁছায় বাংলাদেশ।
 
ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলে ১৯৮৮ সালের উইলস এশিয়া কাপে। চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত সে ম্যাচে গাজী আশরাফ হোসেন লিপুর বাংলাদেশ দল হারে ৯ উইকেটের ব্যবধানে।

বাংলাদেশ-ভারত এ অবধি ২৮বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারতের জয় ২৪টিতে, বাংলাদেশের তিন ম্যাচে। পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ। তিন জয়ের মধ্যে বাংলাদেশের দুটি জয়ই এসেছে মার্চ মাসে। আর বিশ্বকাপের শেষ আটের ম্যাচটিও স্বাধীনতার মাসে হওয়ায় সবটুকু শক্তি দিয়ে টাইগাররা ভারতের বিপক্ষে জয় ছিনিয়ে আনবে-এমনই বিশ্বাস পুরো দেশবাসীর।
 
বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের ইয়ান গুল্ড ও পাকিস্তানের আলিম দার।

আগের ম্যাচে বিশ্রামে ছিলেন টাইগার দলপতি মাশরাফি। কোয়ার্টারে ভারতের বিপক্ষে ফিরছেন তিনি। ফলে বাদ পড়ার সম্ভাবনা স্পিনার তাইজুল ইসলামের। নাসির হোসেন ও আরাফাত সানির মধ্যে একজন জায়গা পাবেন একাদশে। সেক্ষেত্রে আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই উইকেট নেওয়ায় টিম ম্যানেজম্যান্টের পছন্দের তালিকায় রয়েছেন নাসির হোসেনই।

ভারতীয় দলে আসছে না কোনো পরিবর্তন। জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামবে ভারতীয়রা।
 
দু’দলের সম্ভাব্য একাদশ:
বাংলাদেশের দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদু্ল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির আহমেদ রুম্মন, আরাফাত সানি/নাসির হোসেন, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ও তাসকিন আহমেদ।
 
ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহিত শর্মা, মোহাম্মদ সামি ও উমেশ যাদব।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।