ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফের মাশরাফিদের প্রতিপক্ষ আবহাওয়া!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
ফের মাশরাফিদের প্রতিপক্ষ আবহাওয়া!

ঢাকা: বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম এশিয়ার দুই দল বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে। ১৬ কোটি মানুষের স্বপ্ন পূরণ করে এবারে টাইগারদের লক্ষ্য ভারতকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা।



তবে, টাইগারদের সামনে শুধু ভারত নয়, মেলবোর্নের আবহাওয়াও চোখ রাঙাচ্ছে মাশরাফি বাহিনীকে!

মেলবোর্নে ম্যাচের আগে থেকে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছে বৃহস্পতিবার বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মেলবোর্নের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেলবোর্নের ম্যাচটি হবে দিবা-রাত্রির। আর ম্যাচটি যদি রিজার্ভ ডে’তেও সম্পন্ন না হয় তবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালের টিকিট পাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত!

সমীকরণে দেখা যায় গ্রুপ পর্যায়ে বাংলাদেশের থেকে বেশি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। নির্ধারিত দিনে বৃষ্টির হানায় ম্যাচটি কমপক্ষে উভয় দলের জন্য ২০-২০ ওভারের হতে হবে। নতুবা বৃষ্টি আইনে সেটি রিজার্ভ ডে’তে হবে।

এখানেও রয়েছে কিচুটা জটিল সমীকরণ। নির্ধারিত দিনে যদি ম্যাচটি মাঠে গড়ায় আর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়, তবে রিজার্ভ ডে’তে আগের দিনের ম্যাচ যেখান থেকে শেষ হবে সেখান থেকেই আবার শুরু হবে।

গ্রুপ পর্বের মোট ৪২টি ম্যাচের মধ্যে সম্পন্ন হয়েছিল ৪১টি ম্যাচ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগির মধ্য দিয়ে শেষ হয়। গ্রুপ পর্বের ম্যাচে কোনো রিজার্ভ ডে ছিল না।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।