ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের সমর্থনে কলকাতায় শোভাযাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
টাইগারদের সমর্থনে কলকাতায় শোভাযাত্রা ছবি: ইমরান ও আবির / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ভারতের সঙ্গে বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টারের ফাইনাল উপলক্ষে বাংলাদেশ দলের সমর্থনে কলকাতায় শোভাযাত্রা করেছে সেখানে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীরা।

বুধবার (১৮ মার্চ) বিকেলে হাতে বাংলাদেশের জাতীয় পতাকা ও মুখে  লাল-সবুজ রঙের ছোঁয়ায় উদ্দীপ্ত বাংলাদেশি শিক্ষার্থীরা নেচে-গেয়ে ও স্লোগানে মুখরিত করে তোলে কলকাতার রাজপথ।



ভারতের সঙ্গে খেলার আগের দিন  কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়সহ আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশি ছাত্রছাত্রীদের উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

এ সময় ছাত্রছাত্রীদের মিছিল দেখে কলকাতার মানুষ শুরুতে অবাক হলেও পরে অনেকে এগিয়ে এসে শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশের ছাত্রছাত্রীদের এই অভিনব উদ্যোগকে অভিনন্দন জানাতে জড়ো হয় অনেক পথচলতি মানুষ।

শিক্ষার্থীরা জানান, তারা দেশের বাইরে থাকলেও বৃহস্পতিবারের খেলায় বাংলাদেশের জন্য তারা গলা ফাটাবেন। সকাল থেকেই একসঙ্গে সবাই খেলা দেখার জন্য টেলিভিশন সেট থেকে শুরু করে খাওয়াদাওয়ার বন্দোবস্ত ইতোমধ্যেই করে ফেলেছেন। তারা আত্মবিশ্বাসী এই খেলায় জিতবে বাংলাদেশ।

তবে তাদের আশা, ব্যাট এবং বলের লড়াই সীমাবদ্ধ থাকবে ২২ গজের মধ্যেই।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।