ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই উইকেট খুইয়ে চাপে ভারত

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
দুই উইকেট খুইয়ে চাপে ভারত

ঢাকা: সাকিব জাদুতে শিখর ধাওয়ান ফেরার পরের ওভারে রুবেলের বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন বিরাট কোহলি। সাকিব আল হাসান ৩ ওভার বল করে ১০ রান খরচায় নিয়েছেন একটি উইকেট।

আর বাকি উইকেটটি তুলে নিয়েছেন ৬ ওভারে ১৪ রান দেওয়া রুবেল।

২২ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৮৯ রান।

চলতি বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ এবং ভারত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বাংলাদেশের হয়ে বোলিং সূচনা করতে আসেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। আর ভারতের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা। প্রথম ওভার থেকে ভারতীয় ওপেনাররা তুলে নেন ৮ রান।

ইনিংসের ১৭তম ওভারে সাকিবের ঘূর্ণি জাদুতে কুপোকাত হয়ে সাজঘরে ফেরেন ধাওয়ান। মুশফিকের স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে ধাওয়ান আউট হওয়ার আগে করেন ৫০ বলে ৩০ রান। এরপর রুবেলের বলে মুশফিকের গ্লাভসবন্দি হয়ে ফেরেন কোহলি। সাজঘরে ফেরার আগে তিনি ৮ বলে করেন মাত্র ৩ রান।

পাওয়ার প্লে’তে (প্রথম ১০ ওভার) ভারতের দুই ওপেনার তুলে নেয় ৫১ রান। ২০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় দুই উইকেট হারিয়ে ৮৪ রান।

বাংলাদেশ-ভারত এ অবধি ২৮বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারতের জয় ২৪টিতে, বাংলাদেশের তিন ম্যাচে। পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ। তিন জয়ের মধ্যে বাংলাদেশের দুটি জয়ই এসেছে এই মার্চ মাসে। আর বিশ্বকাপের শেষ আটের ম্যাচটিও স্বাধীনতার মাসে হওয়ায় সবটুকু শক্তি দিয়ে টাইগাররা ভারতের বিপক্ষে জয় ছিনিয়ে আনার চেষ্টা করবে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদু্ল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির আহমেদ রুম্মন, নাসির হোসেন, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ও তাসকিন আহমেদ।

ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহিত শর্মা, মোহাম্মদ সামি ও উমেশ যাদব।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ১৯ মার্চ ২০১৫

** সাকিবের পর রুবেলের থাবা
** সাকিব-মুশফিক ফেরালেন ধাওয়ানকে
** অপেক্ষা বাড়ছে টাইগারদের
** উইকেটের অপেক্ষায় টাইগাররা
** সাবলীল ব্যাটিংয়ে দুই ওপেনার
** ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা
** ভারত বধে ফিল্ডিংয়ে টাইগাররা
** গুগল ডুডলে বাংলাদেশ-ভারত ম্যাচ
** স্বপ্নের লড়াইয়ের অপেক্ষার দম ফুরোচ্ছে
** রাত পোহালেই স্বপ্নের কোয়ার্টার ফাইনাল
** ফের মাশরাফিদের প্রতিপক্ষ আবহাওয়া!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।