ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সতর্ক ব্যাটিংয়ে তামিম-কায়েস

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
সতর্ক ব্যাটিংয়ে তামিম-কায়েস

ঢাকা: হাইভোল্টেজ ম্যাচে ভারতের ছুড়ে দেওয়া ৩০৩ রানের টার্গেটে বাংলাদেশের হয়ে ব্যাটিং সূচনা করতে আসেন দুই বাঁহতি ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। বেশ সতর্ক থেকেই দুই ওপেনার ব্যাট চালাচ্ছেন।

সামির করা চতুর্থ ওভারে তামিম তিনটি চার মারেন।

৪ ওভার শেষে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ২০ রান।

এর আগে ভারতীয় ওপেনার রোহিত শর্মার ব্যাটে ভর করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০২ রান করে। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে টাইগারদের ৩০৩ রান করতে হবে।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া ভারতের হয়ে শতক হাঁকান রোহিত শর্মা। ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম শতক হাঁকিয়ে ১২৬ বলে ১৪টি চার আর ৩টি ছয়ে রোহিত তার ১৩৭ রানের ইনিংসটি সাজান। এছাড়া ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ রান করেন সুরেশ রায়না। দলীয় ১১৫ রানে টপঅর্ডারের তিন ব্যাটসম্যান ফিরে গেলে এ দু’জন মিলে ১২২ রানের জুটি গড়েন।

টাইগারদের হয়ে ১০ ওভারে ৬৯ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন তাসকিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ১৯ মার্চ ২০১৫

** জয়ের লক্ষ্যে নেমেছেন তামিম-ইমরুল
** টাইগারদের টার্গেট ৩০৩
** তাসকিনের পেসে সাজঘরে রোহিত, ধোনি
** রায়না আউট, ধোনি ইন
** রোহিতের শতকে এগুচ্ছে ভারত
** অল্প রানে আটকে রাখার লক্ষ্যে টাইগাররা
** জুটি গড়ার চেষ্টায় রোহিত-রায়না
** টপঅর্ডার গুঁড়িয়ে দেওয়ার চেষ্টায় টাইগাররা
** সাকিব, রুবেলের পর তাসকিনের আঘাত
** টাইগারদের বাধা রোহিত
** দুই উইকেট খুইয়ে চাপে ভারত
** সাকিবের পর রুবেলের থাবা
** সাকিব-মুশফিক ফেরালেন ধাওয়ানকে
** অপেক্ষা বাড়ছে টাইগারদের
** উইকেটের অপেক্ষায় টাইগাররা
** সাবলীল ব্যাটিংয়ে দুই ওপেনার
** ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা
** ভারত বধে ফিল্ডিংয়ে টাইগাররা
** গুগল ডুডলে বাংলাদেশ-ভারত ম্যাচ
** স্বপ্নের লড়াইয়ের অপেক্ষার দম ফুরোচ্ছে
** রাত পোহালেই স্বপ্নের কোয়ার্টার ফাইনাল
** ফের মাশরাফিদের প্রতিপক্ষ আবহাওয়া!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।