ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুখ খুলেছেন কুক

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
মুখ খুলেছেন কুক ছবি: সংগৃহীত

ঢাকা: এবারের বিশ্বকাপে গ্রুপ-পর্ব থেকেই বিদায় নিয়েছে ইংল্যান্ড দল। বাংলাদেশের সঙ্গে ১৫ রানের হারে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ভাঙে ইংলিশদের।

ছয় ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট- পুল ‘এ’ থেকে শেষ আটে স্থান পেতে পর্যাপ্ত ছিল না ইয়ন মরগানের দলের। গ্রুপ পর্বে আইসিসির সহযোগী দেশ আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে কেবল সান্ত্বনার জয় পায় ইংলিশরা।

বিশ্বকাপে এমন ভরাডুবির পর মুখে কুলুপ এঁটে আর থাকতে পারলেন না সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। দুবাইয়ের একটি রেডিও ষ্টেশনে দেওয়া সাক্ষাৎকারে কুক বলেন, ‘অধিনায়কত্ব থেকে আমাকে সরিয়ে দেয়াটা ক্রিকেট বোর্ডের ভুল সিদ্ধান্ত ছিল। বিশ্বকাপের আগে এমন সিদ্ধান্ত নেয়া ঠিক হয়নি ইসিবি’র। ’

বিশ্বকাপ শুরুর ঠিক তিন মাস আগে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয় কুককে। ব্যাটিংয়ে ফর্ম না থাকায় বিশ্বকাপ স্কোয়াডেও রাখা হয়নি তাকে। গত বছরের ডিসেম্বরে কুককে সরিয়ে ইয়ন মরগানকে ইংল্যান্ড দলের অধিনায়ক করা হয়।

ইংলিশ মিডিয়ায় এ নিযে তখন তেমন উচ্চ-বাচ্য না হলেও ক্রিকেটারদের বাজে পারফরম্যান্সে সমালোচনার ঝড় বইছে দেশটিতে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ১৯ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।