ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হার তিন আম্পায়ারের কাছেই!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
হার তিন আম্পায়ারের কাছেই! ছবি: সংগৃহীত

ঢাকা: রেকর্ডবুকে হয়তো লেখা হয়ে গেছে ভারত বাংলাদেশকে ১০৯ রানে হারিয়ে দিয়েছে। উঠে গেছে সেমিফাইনালে।

হয়তো লেখা হয়েছে ৩০৩ রান টার্গেটে ব্যাট করতে নেমে ১৯৩ রানে গুটিয়ে গেছে টাইগাররা। বিদায় নিয়েছে ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে। কিন্তু দিন শেষে ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে নবীনতম ক্রিকেটপ্রেমী, সবার ক্ষোভের তোপই দেগে থাকছে ‘অভিযুক্ত’ ‍তিন ‍আম্পায়ারের ওপর। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত পাকিস্তানি আলিম দার, ইংলিশ ইয়ান গোল্ড ও স্টিভ ডেভিসই যে ভারতকে জেতাতে ‘নেপথ্য খেলোয়াড়’ হিসেবে তাদের ‘পক্ষে’ থেকেছেন।

এমন ‘খোলসছাড়া পক্ষে’ থেকেছেন যে তাদের বিতর্কিত সিদ্ধান্ত খোদ ভারতেরই সাবেক ক্রিকেটার-তারকা ব্যক্তিত্বদের বিস্মিত করেছে, বিস্মিত করেছে শেন ওয়ার্ন, শোয়েব আখতারের মতো গ্রেটদেরও।

টাইগার বাহিনী এ হারের জন্য কোনো অজুহাত না দাঁড় করালেও ক্রিকেটপ্রেমীরা এ কথা সহজেই বুঝলেন, আসলে বৃহস্পতিবার (১৯ মার্চ) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বাংলাদেশ দল হেরেছে বাজে আম্পায়ারিংয়ের কাছেই। সহজ কথায় আম্পায়ারত্রয়ীই লাল-সবুজের প্রতিনিধিদের এগোতে দেননি।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত  নেন ভারতীয় দলপতি মহেন্দ্র সিং ধোনি।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও ১০ ওভারের পর থেকে বাংলাদেশি বোলাররা চেপে ধরেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকে। ১৭তম ওভারে দলীয় ৭৫ রানের মাথায় প্রথম আঘাত হানেন সাকিব আল হাসান। তার বলে মুশফিকুর রহিমের দুর্দান্ত স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন শিখর ধাওয়ান (৩০)।

তার বিদায়ে মাঠে নামেন ভারতের নয়া লিটল মাস্টার বিরাট কোহলি। কিন্তু মাঠে তাকে খানিকসময়ও থাকতে দিলেন না স্পিডস্টার রুবেল হোসেন। ১৮তম ওভারেই ৭৯ রানের মাথায় মুশফিকের দুর্দান্ত ক্যাচ বানিয়ে কোহলিকে (৩) সাজঘরের পথ ধরান রুবেল। এরপর আজিঙ্কা রাহানে (১৯) নেমে রোহিতের সঙ্গে জুটি বাধার চেষ্টা করলে তাকে সাকিবের দুর্দান্ত ক্যাচ বানিয়ে সাজঘরের পথ ধরার তরুণ তুর্কি তাসকিন ‍আহমেদ।

ভারতের রান তখন ১১৫। দারুণ উজ্জীবিত টাইগার বাহিনী। কিন্তু ভারতের এই স্বল্প সংগ্রহে তিন উইকেট খুইয়ে যাওয়ার পর ক্রিকেটপ্রেমীদের অভিযোগ অনুযায়ী- আম্পায়াররা যেন ‘ক্রিকেটীয় মোড়ল’দের পক্ষে নড়তেচড়তে শুরু করেন। ৩৪তম ওভারে মাশরাফির করা একটি বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সুরেশ রায়না। কিন্তু সেটিকে ইংলিশ আম্পায়ার গোল্ড নাকচ করে দেন। জবাবে রিভিউ কল করেন টাইগার দলপতি।

আইসিসির ‘বল লেগ স্ট্যাম্পের লাইনের বাইরে ফেলা যাবে না, লেগ স্ট্যাম্পের বাইরে বল পড়লে প্রথম দফাতেই এলবিডব্লিউর আবেদন নাকচ হবে’ নিয়মের দোহাই দিয়ে নাকচ করে দেন থার্ড আম্পায়ার ডেভিসও। কিন্তু মাশরাফির ওই বল পুরোপুরি লেগ স্ট্যাম্পের বাইরেও ছিল না। অর্ধেকেরও সামান্য বেশি ছিল লেগ স্ট্যাম্পের লাইনেই। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকারের মতে, ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট ওই সিদ্ধান্ত ‘নিয়মের দিক দিয়ে ঠিক থাকলেও ওটা নীতির দিক দিয়ে ঠিক ছিল না’। ক্রিকইনফো তৎক্ষণাৎ লেখে, ‘ওটা অনেক ‘ক্লোজ’ আবেদন ছিল, ৫১ শতাংশই আউট!’ টাইগারভক্তদের অভিযোগ মতে, হয়তো বাংলাদেশি ব্যাটসম্যানের বিরুদ্ধে এই আবেদন গেলে মুহূর্তে আঙ্গুল তুলতে পিছপা হতেন না মাঠের কিংবা টিভি আম্পায়ার।

সে যাত্রায় সুবিধা পেয়ে রোহিত শর্মাকে নিয়ে রায়না শতাধিক রানের পার্টনারশিপ গড়ে ফেলেন। এরমধ্যেই সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তটি দেন আলিম দার-ইয়ান গোল্ড যুগল। ব্যক্তিগত ৯০ রানের মাথায় রুবেল হোসেনের বলে রোহিত ক্যাচ তুলে দিলে উচ্চতাজনিত কারণ দেখিয়ে ওই ফুল টস বলটিকে ‘নো’ ডাকেন তারা। আর সেই রোহিতই শেষ পর্যন্ত শতক হাঁকিয়ে থামেন ১৩৭ রানে। তাসকিনের বলে বোল্ড হওয়ার আগে ১২৬ বল খেলে আম্পায়ারদের সহযোগে বাংলাদেশের স্বপ্ন গুঁড়িয়ে যান রোহিত।

‘নো’ ডেকে রোহিতকে নির্ঘাত আউট থেকে বাঁচিয়ে দেওয়ায় আম্পায়ারদের সমালোচনার শূলে বিদ্ধ করেন খোদ ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ, অভিনেতা অর্জুন রামপাল, দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স, অসি গ্রেট শেন ওয়ার্নের মতো ব্যক্তিত্বরা। সেই সিদ্ধান্তটিই যে ম্যাচের প্রধান টার্নিং পয়েন্ট তা-ও উল্লেখ করেন অনেকে।

দলীয় ২৭৩ রোহিতের বিদায়ের আগে ৬৫ রান করা রায়না বিদায় নেন দলীয় ২৩৭ রানে মাশরাফির বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে। তাদের দু’জনের বিদায়ের পর ভারতীয় দলপতি ধোনি নামলেও তাকে ব্যক্তিগত ৬ রানে ফিরিয়ে দেন তাসকিন।

শেষ পর্যন্ত ৫০ ওভার খেলে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট খুইয়ে ৩০২ রান।

৩০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা আগের ম্যাচগুলোর চেয়ে কিছুটা ভালো হলেও যেন খেই হারিয়ে ফেলেন তামিম ইকবাল-ইমরুল কায়েস। প্রথমেই দলীয় ৩৩ রানে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন এ ম্যাচে বড় ভরসার প্রতীক তামিম (২৫)। তিনি সাজঘরে ফিরলে ব্যাট-প্যাড গোটানোর তাগাদা লেগে যায় যেন ইমরুলেরও। ওয়ানডাউনে খেলতে নামা সৌম্য সরকারের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে রানে বিদায় নেন তিনি।

এরপর ব্যাট করতে নেমে সৌম্যকে সঙ্গে নিয়ে বিশ্বকাপের সেরা পারফরমার মাহমুদুল্লাহ রিয়াদ জুটি গড়ার চেষ্টা করলে যেন আবার ভারতের পক্ষে সম্বিত ফেরে ‍আম্পায়ার ত্রয়ীর। ১৭তম ওভারে দলীয় ৭৩ রানের মাথায় রিয়াদ ডিপ ফাইন লেগ দিয়ে ছক্কা হাঁকাতে গেলে সেটি ধরে ফেলেন শিখর ধাওয়ান। অবশ্য, বলটি নিয়ে বেশ ক’বার কসরৎ করতে গেলে ধাওয়ানের পা বাউন্ডারি লাইন ছুঁয়ে যায়। আর এ নিয়ে দায়সারাভাবে তিন অ্যাঙ্গেলে রিপ্লে দেখে আউট দিয়ে দেন টিভি আম্পায়ার স্টিভ ডেভিস।

বাংলাদেশের অন্যতম ব্যাটিং ভরসার এই আউট নিয়ে পরে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের ফেসবুক পেজ, ক্রিকবাজের প্রতিবেদনে প্রশ্ন ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়া রিয়াদের আউটের মুহূর্তটির ছবি কাছ থেকে দেখে (ক্লোজলি) বোঝা যায়, ধাওয়ানের পা আসলে বাউন্ডারি লাইন ছুঁয়ে গেছে। কিন্তু সেটা ক্লোজলি দেখার কোনোই প্রয়োজন মনে করলেন না বাংলাদেশের কাছে নাকানি-চুবানি খেয়ে দেশে ফিরে যাওয়া ইংল্যান্ড দলের সাবেক ক্রিকেটার ডেভিস।

ব্যস, রিয়াদের দুর্ভাগ্যজনক বিদায়ের পর যেন ভাগ্য দেবতাও বাংলাদেশের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। আসা যাওয়ার মিছিলে যোগ দিতে থাকেন সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেনরা।

শেষ পর্যন্ত ৪৫ ওভারে ১৯২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের পক্ষে চারটি উইকেট নেন উমেশ যাদব, দু’টি করে উইকেট নেন মোহাম্মদ সামি ও রবিন্দ্র জাদেজা। আর বাকি উইকেটটি নেন মোহিত শর্মা। ১০৯ রানের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে টিম ইন্ডিয়া। ‘অনবদ্য’ শতকের জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ওঠে রোহিত শর্মার হাতে।

ম্যাচ শেষে টাইগার অধিনায়ক মাশরাফি স্রেফ ভালো খেলেননি বলে সরলতার পরিচয় দিলেও ভদ্র লোকের খেলা ক্রিকেটে ‘জটিলতা’র দৃষ্টান্ত দেখানোর জন্য ক্রিকেটপ্রেমীদের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবেন আম্পায়ারত্রয়ী আলিম দার, ইয়ান গোল্ড, স্টিভ ডেভিস; একেবারে এই ম্যাচের আক্ষেপ না ঘোচানো পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

** পক্ষপাতদুষ্ট আম্পায়ারদের কুশপুতুল দাহ
** টাইগারদের হারিয়ে সেমিতে ভারত
** বাংলাদেশের অষ্টম উইকেটের পতন
** ব্যবধান কমাচ্ছেন নাসির-সাব্বির
** সাকিবের পর মুশফিকও সাজঘরে
** সাকিবও সাজঘরে
** লাল-সবুজদের দলীয় শতক
** বিপাকে টাইগাররা
** রিয়াদ আউট, সাকিব ইন
** জুটি গড়ার চেষ্টায় রিয়াদ-সৌম্য
** পাওয়ার প্লে’তে টাইগারদের ৪৪/২
** তাসকিনের প্রশংসায় ইয়ান বোথাম
** ফিরলেন তামিম, ইমরুল
** সতর্ক ব্যাটিংয়ে তামিম-কায়েস
** জয়ের লক্ষ্যে নেমেছেন তামিম-ইমরুল
** টাইগারদের টার্গেট ৩০৩
** রায়না আউট, ধোনি ইন
** রোহিতের শতকে এগুচ্ছে ভারত
** অল্প রানে আটকে রাখার লক্ষ্যে টাইগাররা
** জুটি গড়ার চেষ্টায় রোহিত-রায়না
** টপঅর্ডার গুঁড়িয়ে দেওয়ার চেষ্টায় টাইগাররা
** সাকিব, রুবেলের পর তাসকিনের আঘাত
** টাইগারদের বাধা রোহিত
** সাকিবের পর রুবেলের থাবা
** সাকিব-মুশফিক ফেরালেন ধাওয়ানকে
** অপেক্ষা বাড়ছে টাইগারদের
** উইকেটের অপেক্ষায় টাইগাররা
** সাবলীল ব্যাটিংয়ে দুই ওপেনার
** ভারত বধে ফিল্ডিংয়ে টাইগাররা
** গুগল ডুডলে বাংলাদেশ-ভারত ম্যাচ
** স্বপ্নের লড়াইয়ের অপেক্ষার দম ফুরোচ্ছে
** ফের মাশরাফিদের প্রতিপক্ষ আবহাওয়া!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।