ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পক্ষপাতদুষ্ট আম্পায়ারদের কুশপুতুল দাহ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
পক্ষপাতদুষ্ট আম্পায়ারদের কুশপুতুল দাহ ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পরিস্কার পক্ষপাতদুষ্ট আচরণ। পুরো খেলায় বাংলাদেশ দল যেন প্রতিপক্ষ ভারতের নয়, আম্পায়ারদের! আর এতেই বড় হার লড়াকু বাংলাদেশের।



আউট হলে আউট দেওয়া হয়নি ভারতীয় ব্যাটসম্যানদের। আবার বাংলাদেশ ব্যাটিংয়ে নামলে বাউন্ডারি ছুঁয়ে বল ধরলেও নাকি ছয় নয়, হয়েছে আউট! এমন সব পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তে বাংলাদেশ-ভারত ম্যাচের দুই আম্পায়ার ইংল্যান্ডের ইয়ান গোল্ড ও পাকিস্তানি আলিম দার। সঙ্গে যোগ দেন আরেক ইংলিশ টিভি আম্পায়ার স্টিভ ডেভিসও।

এরই প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিক্ষুব্ধ জনতা আম্পায়রদের কুশপুতুল দাহ করেছে। এ চিত্র উঠে এসেছে বাংলানিউজের স্টাফ ফটো করেসপন্ডেন্ট জিএম মুজিবুরের ক্যামেরায়।

এ সময় ভক্তরা আম্পায়ারদের উদ্দেশ্য করে নানা স্লোগান দেন। অভিযোগ করেন, আম্পায়াররাই হারিয়েছে বাংলাদেশকে। তারা ভারতের দালাল। বাজে আম্পায়ারিংয়ের জন্য আইসিসির কাছে লিখিত অভিযোগ জানানো উচিত বাংলাদেশের-এমন দাবিও করেন তারা।

আবার কেউ কেউ বলেন, ইংল্যান্ডকে বিদায় করে দেওয়ায় সে ক্ষোভ থেকেই ইয়ান গোল্ড ও স্টিভ ডেভিস এমন আচরণ করেছেন।

গ্রুপ পর্বে ইংলিশদের বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে টাইগাররা। পরের ম্যাচে কিউইদের বিপক্ষেও জমজমাট ম্যাচ উপহার দেয় তারা। যোগ্য দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে টিম বাংলাদেশ। তবে ভারতের সঙ্গে ম্যাচে আম্পায়ারদের এমন আচরণে যোগ্যতার প্রতিফলন ঘটাতে পারলো না লড়াকু বাংলাদেশ।

প্রথমে সুরেশ রায়নার বল বাংলাদেশ অধিনায়ক কাটায় কাটায় স্ট্যাম্পে ঠিক রেখে লেগবিফোরের আবেদন করেন। তাতে সাড়া দেননি ইয়ান গোল্ড। পরে রিভিউ নিলেও টিভি আম্পায়ার স্টিভ ডেভিসও তার স্বদেশির রায়কেই বহাল রাখেন। এতে নষ্ট হয় সুরেশ রায়নাকে প্রথমেই সাজঘরে ফেরাবার সুযোগ। রানের চাকাকে থামানোর সুযোগ।

পরে আবার রোহিত শর্মাকে ১০০’র নিচে আউট করার সুযোগটাকেও পানিতে দিলেন ইয়ান গোল্ড। কোমড়ের নিচের বলকে তিনি দিলেন ‘নো বল’। এতে সায় ছিল পাকিস্তানি আম্পায়ার আলিম দারেরও। ফলে আবারও পক্ষপাতদুষ্ট আচরণ।

এরপর ব্যাটিংয়ে বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদ মারছেন ছয়। বাউন্ডারি ছুঁয়ে সে বল ধরলেন শেখর ধাওয়ান। কিন্তু ছয় তো দূরের কথা এটা নাকি হয়ে গেলো আউট! এ কী কাণ্ড! এমনই সব বড় বড় বির্তকিত আচরণ হয়েছে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালে। এতে বাংলাদেশ তাদের যোগ্যতার পূর্ণ সুযোগ কাজে লাগাতে পারলো কই!

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

** আম্পায়ারের বাজে সিদ্ধান্তে ক্ষিপ্ত সুবর্ণা মুস্তফা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।