ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজিদের নিয়ন্ত্রিত বোলিং

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
অজিদের নিয়ন্ত্রিত বোলিং

ঢাকা: টস জিতে আগে ব্যাটিং নিয়ে পাকিস্তান টপঅর্ডারের ছয় ব্যাটসম্যানকে হারিয়েছে। সোয়েব মাকসুদ ব্যাটিং ক্রিজে ওয়াহাব রিয়াজকে নিয়ে দলের রান বাড়ানো চেষ্টা করে চলেছেন।



৪০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৮২ রান।

হাইভোল্টেজ ম্যাচে দলীয় ২০ রানের মাথায় অজিদের হয়ে প্রথম উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। পাকিস্তানি ওপেনার সরফরাজ আহমেদকে ক্লার্কের তালুবন্দি করেন তিনি। আউট হওয়ার আগে সরফরাজ করেন মাত্র ১০ রান। এরপর দলীয় ২৪ রানে আরেক ওপেনার আহমেদ শেহজাদকে ফেরান হ্যাজলউড। ইনিংসের ষষ্ঠ ওভারে ওয়াটসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৫ রান করা শেহজাদ।

দুই ওপেনারকে হারানোর পর ব্যাটিং ক্রিজের দায়িত্ব নেন পাক দলপতি মিসবাহ এবং হারিস সোহেল। এ দু’জন মিলে স্কোরবোর্ডে আরও ৭৩ রান যোগ করেন। ম্যাক্সওয়েলের করা দলীয় ২৪ ওভারের দ্বিতীয় বলে তুলে মারতে গিয়ে অ্যারন ফিঞ্চের হাতে ধরা পড়েন মিসবাহ। আউট হওয়ার আগে পাক দলপতি একটি চার আর দুটি ছয়ে ৫৯ বলে ৩৪ রান করেন।

দলীয় ১১২ রানের মাথায় পাকিস্তান চতুর্থ উইকেট হারায়। মিচেল জনসনের বলে উইকেটের পিছনে ব্রাড হ্যাডিনের গ্লাভসবন্দি হয়ে সাজঘরে ফেরেন হারিস সোহেল। আউট হওয়ার আগে তিনি ৫৭ বলে ৪টি চারের সাহায্যে করেন ৪১ রান।

৩০তম ওভারে ম্যাক্সওয়েলের বলে অ্যারন ফিঞ্চের তালুবন্দি হয়ে ফেরেন উমর আকমল। আউট হওয়ার আগে তিনি ২৫ বলে দুটি চারে ২০ রান করেন।

পঞ্চম উইকেটের পতনের পর ব্যাটিং ক্রিজে আসেন নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামা শহীদ আফ্রিদি। ‘বুমবুম’ খ্যান ডানহাতি এ ব্যাটসম্যান ১৫ বলে তিনটি চার আর একটি ছয়ে করেন ২৩ রান। হ্যাজলউডের বল তুলে মারতে গিয়ে বাউন্ডারি সীমানায় ফিঞ্চের তালুবন্দি হন আফ্রিদি।

পাওয়ার প্লে’র দশ ওভারে পাকিস্তান দুই ওপেনারকে হারিয়ে তোলে ৩৭ রান। ২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় দুই উইকেট ৮৩ রান। ৩০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট ১৩৪ রান।

চলতি বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে এশিয়ান দল পাকিস্তান এবং স্বাগতিক অস্ট্রেলিয়া। অ্যাডিলেডের হাইভোল্টেজ এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক।

পাকিস্তানের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন আহমেদ শেহজাদ এবং সরফরাজ আহমেদ। আর অজিদের হয়ে বোলিং সূচনা করেন মিচেল স্টার্ক।

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আর ৯২’র চ্যাম্পিয়ন পাকিস্তানের রোমাঞ্চকর এ ম্যাচের আগে ওয়ানডেতে ৯২ বার মুখোমুখি হয় তারা। এর মধ্যে ৫৭ ম্যাচই জিতেছে অস্ট্রেলিয়া। ৩১ ম্যাচে জয় পাকিস্তানের।

দুর্দান্ত দাপট দেখিয়ে গ্রুপ পর্ব শেষ করে শেষ আটে এসেছে মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া দল। ছয়টির মধ্যে একটি মাত্র ম্যাচে হেরেছে অজিরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে এক উইকেটে হারে তারা। ৯ পয়েন্ট নিয়ে পুল ‘এ’র দুই নম্বর দল হিসেবে শেষ আটে পদার্পন অস্ট্রেলিয়ার।

পাকিস্তানের শুরুটা হতাশার হলেও সময়ের সঙ্গে ঘুরে দাঁড়ায় দলটি। বিশ্বকাপে টানা দুই ম্যাচে হার দিয়ে শুরু করে মিসবাহ-উল-হকের দল। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পরও ঘুরে দাঁড়ায় সরফরাজ-আকমলরা। শেষ চার ম্যাচে টানা জয়ে ৮ পয়েন্ট নিয়ে কোয়ার্টারে পৌঁছায় ৯২’র বিশ্ব চ্যাম্পিয়নরা।

পাকিস্তান দল: আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, মিসবাহ-উল-হক (অধিনায়ক), উমর আকমল (উইকেটরক্ষক), শহীদ আফ্রিদি, হারিস সোহেল, শোয়েব মাকসুদ, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, রাহাত আলি ও এহসান আদিল।

অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, ব্রাড হাডিন, মিচেল জনসন, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, জোশ হ্যাজলউড ও জেমস ফকনার।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ২০ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।